তবে এবারে জামাইষষ্ঠীর পরে বাজারের রূপটা ধরা পড়লে আমাদের ক্যামেরায়। জামাইষষ্ঠী চলে যেতেই ভিড় কমে গিয়েছে বাজারে। ক্রেতাদের সেই অর্থে দেখা মিলছে না। ভিড় নেই খাসির মাংস অথবা ইলিশ মাছের দোকানে। তাই বলা যেতে পারে রবিবার জামাই ষষ্ঠীর দিনে বাজারে জিনিসপত্রের দাম চড়া থাকলেও, পরের দিন থেকে ক্রেতার অভাবে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে বাজারে জিনিসপত্রের দাম, এমনটাই বলছেন বিক্রেতারা।
advertisement
আরও পড়ুনCooch Behar Cancer Center: সরকারি অধিগ্রহণেই ঘুচবে কষ্ট, আশার আলো দেখছে কোচবিহার ক্যান্সার সেন্টার
এদিন সবজি বিক্রেতারা জানান জামাই ষষ্ঠীর পর থেকেই সমস্ত সবজির দাম প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ৪ টাকা কেজি ঝিঙে, ৭ টাকা কেজি পটল, এছাড়াও আলু টমেটো পেঁয়াজ সমস্ত সবজির দাম অনেকটাই কমে গিয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে জামাইষষ্ঠীর পর থেকেই কোন সবজি কলকাতা বা বাইরে রপ্তানি করা হচ্ছে না।সেই কারণে প্রায় বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় সবজির কেজি প্রতি মূল্য ১০ টাকারও কম। যার ফলে কার্যত নুন আনতে পান্তা ফুরোচ্ছে চাষীর।
নদিয়ার বিভিন্ন বাজারের মত মাজদিয়ার সবজি আড়তের চিত্রটাও একই রকম। বিক্রেতারা জানান ক্রেতার অভাবে জিনিসপত্রের দাম অনেকটাই কমে গিয়েছে যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।





