TRENDING:

Nadia News: অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার করল পুলিশ

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতী কার্যকলাপ রুখতে বড়সড় সাফল্য পেল চাপড়া থানার পুলিশ। বেআইনি অস্ত্র কারবারের এক পাণ্ডা সহ আরও এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুলিশজানিয়েছে ধৃতেরা হল বজলুর মোল্লা, বরকত মোল্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চাপড়া : পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতী কার্যকলাপ রুখতে বড়সড় সাফল্য পেল চাপড়া থানার পুলিশ। বেআইনি অস্ত্র কারবারের এক পাণ্ডা সহ আরও এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুলিশজানিয়েছে ধৃতেরা হল বজলুর মোল্লা, বরকত মোল্লা। তাদের বাড়ি বড়ো বালিডাঙা এলাকায়। এই ঘটনায় চাপড়া এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজলুর মোল্লা দীর্ঘদিন ধরেই কুখ্যাত সমাজ বিরোধী বলে এলাকায় পরিচিত। এর আগেও খুন সহ একাধিক দুষ্কৃতী কার্যকলাপ এবং সীমান্তে চোরাচালানে নাম জড়িয়েছে তার।
advertisement

এছাড়াও দীর্ঘদিন ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারে হাত পাকিয়েছিল সে। বিভিন্ন জায়গা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র আমদানি করে এলাকার এবং এলাকার বাইরের দুষ্কৃতীদের বিক্রি করত সে। মূলত তার সরবরাহ করা অস্ত্রেই এলাকায় আতঙ্ক ছড়াত দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশতার বাড়িতে হানা দেয়। সেই সময় তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি বন্দুক উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ স্কুলের তালা ভেঙে দুঃসাহসিক চুরি শান্তিপুরে, লুঠ ল্যাপটপ!

ধৃতকে জেরা করে অপর অস্ত্র কারবারী বরকত মোল্লার নাম জানতে পারে পুলিশ। ওই রাতেই তার বাড়িতেও হানা দেয় পুলিস। সেখানে তল্লাশি চালিয়ে ২০টি ১২বোরের কার্তুজ উদ্ধার হয়, এরপর তাদেরও গ্রেপ্তার করা হয়। চাপড়া ব্লক তৃণমূলের সভাপতি সুকদেব ব্রহ্ম বলেন, বজলুর এলাকার কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত। এলকার বাইরেও সে দুষ্কৃতী কার্যকলাপ করেছে। গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী জেবের শেখের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে ভয় দেখিয়েছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে বেআইনি অস্ত্র মজুদ করছিল।

advertisement

View More

আরও পড়ুনঃ শিক্ষকতার পাশাপাশি ডাকের সাজ বানিয়ে বাবার সৃষ্টিকেই বাঁচিয়ে রেখেছেন আবৃত্তি বাগচী

পুলিশ তাকে গ্রেপ্তার করে খুব ভালো কাজ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্দল প্রার্থী জেবের শেখ। তিনি বলেন আমি এই ধরনের কার্যকলাপ কে প্রশ্রয় দিই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি গ্যাং হিসেবে কাজ করত। বেআইনি অস্ত্র কারবারের পাশাপাশি বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপ করত। ধৃতেরা আগ্নেয়াস্ত্র গুলি কোথা আমদানি করত এবং এই গ্যাঙের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জেরা তার জানার চেষ্টা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল