Nadia News: শিক্ষকতার পাশাপাশি ডাকের সাজ বানিয়ে বাবার সৃষ্টিকেই বাঁচিয়ে রেখেছেন আবৃত্তি বাগচী

Last Updated:

সামনেই দীপাবলি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিন করা হবে কালীপুজো। করোনার আবহাওয়া কাটিয়ে গোটা দু'বছর পর শক্তির আরাধনা করতে চলেছে আপামর বাঙালি। আর সেই কালী ঠাকুরের মূর্তির জন্যই আপাতত ডাকের কাজ করতে ব্যস্ত কৃষ্ণনগরের একাধিক ডাক শিল্পীরা।

+
title=

#কৃষ্ণনগর : সামনেই দীপাবলি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিন করা হবে কালীপুজো। করোনার আবহাওয়া কাটিয়ে গোটা দু'বছর পর শক্তির আরাধনা করতে চলেছে আপামর বাঙালি। আর সেই কালী ঠাকুরের মূর্তির জন্যই আপাতত ডাকের কাজ করতে ব্যস্ত কৃষ্ণনগরের একাধিক ডাক শিল্পীরা। কৃষ্ণনগরের চকেরপাড়ায় ডাক শিল্পী আশীষ বাগচীর নাম বোধহয় অনেকেই শুনেছেন। তার প্রধান কারণ কলকাতার বাগবাজারের দুর্গাপুজোর দুর্গা প্রতিমার ডাকের কাজটি তার হাতেই তৈরি হয়ে আসছিল বছরের পর বছর ধরে।তবে করোনা কেড়ে নিয়েছে তার প্রাণ।
তবে তিনি চলে গেলেও তার শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখেছেন তার মেয়ে আবৃত্তি বাগচী। পেশায় কৃষ্ণনগরের একটি বেসরকারি স্কুলের তিনি শিক্ষিকা। তবে তার বাবা আশীষ বাবু মারা যাওয়ার পরে একটি সংশয় দেখা দিয়েছিল যে এই কারখানা আর চলবে কিনা। তবে সেই সংশয়কে রীতিমতো ধুলিস্যাৎ করেই তার বাবার সৃষ্টি করা এই কারখানাকে এগিয়ে নিয়ে চলেছে সে। এবং যাদের কথা বলতেই হয় তারা হল কারখানার কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে বিবাদের জেরে শান্তিপুর থানার দ্বারস্থ পরিবার!
জানা যায় এই কারখানায় মোট পাঁচজন কারিগর রয়েছে যারা আশিস বাবু মারা যাওয়ার পরেও তার মেয়ে আবৃত্তি বাগচীর সঙ্গে জারি রেখেছেন এই কাজ। এবারেও কালী পুজোর জন্য একাধিক জায়গা থেকে বরাত মিলেছে তাদের। আপাতত সেই কাজ করতেই ব্যস্ত তারা। স্কুল থেকে ফিরেই কারিগরদের বসে যান ডাকের কাজ করতে। বাবার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতেই বাবার পথ অনুসরণ করেছে কৃষ্ণনগর চকের পাড়ার বাসিন্দা আবৃত্তি বাগচী।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: শিক্ষকতার পাশাপাশি ডাকের সাজ বানিয়ে বাবার সৃষ্টিকেই বাঁচিয়ে রেখেছেন আবৃত্তি বাগচী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement