Nadia News: সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে বিবাদের জেরে শান্তিপুর থানার দ্বারস্থ পরিবার!

Last Updated:

জোরপূর্বক জমি জবরদখল করে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল নিজের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর ব্লকের বড় জিয়াকুর এলাকার। অভিযোগকারী ব্যক্তি রাম সরকারের অভিযোগ, তার ভাই তার জমিটি জবরদখল করার চেষ্টা করে।

+
title=

#শান্তিপুর : জোরপূর্বক জমি জবরদখল করে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল নিজের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর ব্লকের বড় জিয়াকুর এলাকার। অভিযোগকারী ব্যক্তি রাম সরকারের অভিযোগ, তার ভাই তার জমিটি জবরদখল করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তার ভাই তাকে বেধড়ক মারধর করবে বলে হুমকি দেয়। সোমবার হঠাৎ তার ভাই বাড়িতে ঢুকে তার বাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় আবারও প্রতিবাদ করতে গেলে তার ভাই তাকে প্রাণে মারার হুমকি দেয়।
অভিযোগকারী দাদা, রাম সরকার তার গোটা পরিবারকে নিয়ে শান্তিপুর থানা দারস্থ হয়, তিনি জানান, কুড়ি বছর আগে প্রথম তার মাথায় কোপ দেয়, এবং তার জেরে কুড়িখানা সেলাই পড়েছিল তার মাথায়। তখন কোনও রকমে বেঁচে ফিরে আসেন তিনি। এরপর পৈত্রিক সম্পত্তি দাবি করায় ভাইকে পাঁচ কাঠা জায়গা বাবাকে বলে সেটি ভাইকে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। সেই জায়গা নিয়ে বিক্রি করে শান্তিপুর মিলন মাঠে বাড়ি তৈরি করে তার ভাই। এরপর গত কয়েকদিন আগে ভাই এসে তাকে তার বাবার জমির ভাগ চায়।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাট স্টেশনে সন্দেহজনক এক মহিলাকে আটক করল আরপিএফ
জমি রেজিস্ট্রির পর ভাগ করা হবে বলে ভাইকে জানান তিনি। এর পরেই রাম বাবুর অবর্তমানে তার বাড়িতে ঢুকে তার বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে তার ভাইয়ের বিরুদ্ধে। এরপরই তিনি তড়িঘড়ি এলাকার পঞ্চায়েত মেম্বারের কাছে গেলে তিনি উপদেশ দেন তাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে। এরপরেই অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে বিবাদের জেরে শান্তিপুর থানার দ্বারস্থ পরিবার!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement