Nadia News: রানাঘাট স্টেশনে সন্দেহজনক এক মহিলাকে আটক করল আরপিএফ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার করা হল এক যুবতীকে। পুলিশ সূত্রে জানা যায় রানাঘাট এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই যুবতী। যুবতীকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় আর পি এফ এর।
#রানাঘাট : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার করা হল এক যুবতীকে। পুলিশ সূত্রে জানা যায় রানাঘাট এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই যুবতী। যুবতীকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় আর পি এফ এর। এরপরেই আরপিএফরা ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করলে পরে যুবতী জানায় সে বাংলাদেশ থেকে এসেছে। বৈধ কোনও কাগজপত্র না দেখাতে পারাতে এরপরেই আরপিএফরা ওই মহিলাকে আটক করে তুলে দেয় রানাঘাট জিআরপির কাছে। রানাঘাট জিআরপির আধিকারিকেরা ওই যুবতীকে জিজ্ঞাসাবাদের পরে সে জানায়, তার নাম ইতি সর্দার (২২), বাড়ি বাংলাদেশের বাগেরহাট এলাকায়।
পুলিশি জেরায় ওই যুবতী স্বীকার করে গত দু সপ্তাহ আগে অবৈধভাবে পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে। কি উদ্দেশ্যে যুবতী ভারতের প্রবেশ করেছে তার তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি থানার পুলিশ। প্রসঙ্গত জেলায় একের পর এক বেড়েই চলেছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী তৎপরতার সাথে অভিযান চালিয়ে একের পর এক অনুপ্রবেশকারীকে পাকড়াও করছে।
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার
তবে এখনও কিছু অসাধু দালাল চক্র টাকার বিনিময়ে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের পারাপার করতে সাহায্য করছে। শুধু অনুপ্রবেশকারীরাই নয় সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে উৎপাত শুরু হয় চোরা কারবারীদের দলের। সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে রাতের অন্ধকারে মাথাচাড়া দিয়ে ওঠে চোরা কারবারিদের দলেরা। গত কয়েকদিন আগেই সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক গরু-মোষ পাচারকারি বাংলাদেশী নাগরিকের মৃত্যু ঘটে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
October 17, 2022 2:41 PM IST
