এই কর্মসূচিতে অংশ নিয়েই বুধবার সকালে নবদ্বীপ বিধানসভার বাবলারি ব্লকে আসেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। বাবলারিতে পৌঁছে প্রথমে তিনি লক্ষ্মী প্রিয়া মন্দিরে পুজো দেন। এরপর এলাকায় জনসংযোগের কাজে যোগদান করেন। গুরুত্ব দিয়ে শোনেন এলাকাবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা।
আরও পড়ুন: পথ কুকুরদের মাথা গোঁজার ঠাঁই! আসানসোলের এই ঘটনা জানলে মন ছুঁয়ে যাবে
advertisement
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ ব্লক সভাপতি কল্লোল কর, সঞ্জয় ঘোষ ছাড়াও বাবলারি পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। জনসংযোগের পর দুপুরে স্থানীয় তৃণমূল কর্মী সুনীল ঘোষের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রিক্তা কুণ্ডু। রাতে স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ দত্তর বাড়িতে তাঁরা থাকবেন বলে জানা গিয়েছে।
মৈনাক দেবনাথ