TRENDING:

Nadia News: বয়স মাত্র সাড়ে তিন বছর, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল নদিয়ার ঐশাণ্যা

Last Updated:

দুই হাত দিয়ে লেখার ক্ষমতা ছাড়াও একাধিক গুণ রয়েছে ঐশাণ্যার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: রেকর্ড গড়তে পিছিয়ে নেই শিশুরাও। বয়স মাত্র সাড়ে তিন বছর৷ এই বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে বাংলাকে গর্বিত করলঐশাণ্যা।রাজ্যের একাধিক জেলার অনেকের নাম রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বিভিন্ন বিষয়ে পারদর্শীতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মানিত করে থাকে দেশের সেরা সেরা মানুষদের। তবে এই প্রথম মাত্র সাড়ে তিন বছর বয়সী ঐশাণ্যা নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে যাবতীয় নথি এবং মেডেল চলে এসেছে তার বাড়িতে। একরত্তি মেয়ের এই কৃতিত্বে গর্বিত বোধ করছেন তার বাবা ও মা।
advertisement

ঐশাণ্যার বাবা ব্যাংক কর্মী এবং মা গৃহবধূ। মায়ের কাছেই সমস্ত পড়াশোনা শেখে ঐশাণ্যা। তার মা জানান, বেশ কয়েকটি বিষয়ে ঐশাণ্যা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে। যেমন দুই হাত দিয়ে লেখা থেকে শুরু করে খুব কম সময়ের মধ্যে নিজের সম্পর্কে বলা, সপ্তাহের সাত দিনের নাম ১৩ সেকেন্ড সময়ে বলতে পারে সে৷

advertisement

এখানেই শেষ নয়, ১২ টি মাসের নাম বলতে পারে মাত্র ১৭ সেকেন্ডে, ১৬ টি আকারের নাম বলে ২৮ সেকেন্ডে, ২১ টি রঙের নাম বলতে পারে ৫১ সেকেন্ডে, এছাড়াও ২১ টি মানব শরীরের অঙ্গ দেখাতে সময় লাগে তার ৫৯ সেকেন্ড এবং ১৫ টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর ৪৮ সেকেন্ডে দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ঐশাণ্যা৷

advertisement

ঐশাণ্যার বাবা অরুনাভবাবু জানান, কাজের ব্যস্ততার কারণে মেয়েকে তেমনভাবে সময় তিনি দিতে পারেন না, তবে অবসর সময়ে মেয়ের সাথে ফুটবল খেলতে পছন্দ করেন৷ এছাড়াও মেয়ের কৃতিত্বের জন্য তার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানান তিনি।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বয়স মাত্র সাড়ে তিন বছর, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল নদিয়ার ঐশাণ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল