ঐশাণ্যার বাবা ব্যাংক কর্মী এবং মা গৃহবধূ। মায়ের কাছেই সমস্ত পড়াশোনা শেখে ঐশাণ্যা। তার মা জানান, বেশ কয়েকটি বিষয়ে ঐশাণ্যা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে। যেমন দুই হাত দিয়ে লেখা থেকে শুরু করে খুব কম সময়ের মধ্যে নিজের সম্পর্কে বলা, সপ্তাহের সাত দিনের নাম ১৩ সেকেন্ড সময়ে বলতে পারে সে৷
advertisement
এখানেই শেষ নয়, ১২ টি মাসের নাম বলতে পারে মাত্র ১৭ সেকেন্ডে, ১৬ টি আকারের নাম বলে ২৮ সেকেন্ডে, ২১ টি রঙের নাম বলতে পারে ৫১ সেকেন্ডে, এছাড়াও ২১ টি মানব শরীরের অঙ্গ দেখাতে সময় লাগে তার ৫৯ সেকেন্ড এবং ১৫ টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর ৪৮ সেকেন্ডে দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ঐশাণ্যা৷
ঐশাণ্যার বাবা অরুনাভবাবু জানান, কাজের ব্যস্ততার কারণে মেয়েকে তেমনভাবে সময় তিনি দিতে পারেন না, তবে অবসর সময়ে মেয়ের সাথে ফুটবল খেলতে পছন্দ করেন৷ এছাড়াও মেয়ের কৃতিত্বের জন্য তার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানান তিনি।
Mainak Debnath