সোমবার ওই বৃদ্ধা ও তার মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা খুলতেই দেখে ঘরের ভিতরে সিলিং ফ্যান, কাঁসার বাসন পত্র সব চুরি হয়ে যায় এবং আলমারিতে রাখা প্রায় পাঁচ হাজার নগদ টাকা উধাও, এর পরেই মাথায় হাত বৃদ্ধাসহ তার মেয়ের। যদিও ওই বৃদ্ধার মেয়ে রেখা রক্ষিতের অভিযোগ, তার মায়ের বসবাসকারী জায়গাটুকু শান্তিপুরের টাউন সংলগ্ন এলাকায় হওয়ার কারণে এখন অধিক মূল্য।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাটে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন
যার কারণে এলাকারই বেশ কিছু লোকজন ওই জমি কেনার জন্য চেষ্টা করেন, কিন্তু নাতি নাতনীর ভবিষ্যতের কথা মাথায় রেখে তার মার জমিটুকু বেচতে রাজি হয়নি। বৃদ্ধার মেয়ের অভিযোগ, শুধু চুরি করার উদ্দেশ্যে এই ঘটনা নয় ঘরের ভেতরে জমির দলিলপত্র চুরি করার জন্যই চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে।
আরও পড়ুনঃ ট্রেনে মেলেনা বসার জায়গা! রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ!
যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধার দুই মেয়ে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath