advertisement

Nadia News: ট্রেনে মেলেনা বসার জায়গা! রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ!

Last Updated:

মাসের পর মাস রানাঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার নিত্যযাত্রীরা বঞ্চনার শিকার৷ প্রতিবাদে বুধবার দুই ঘণ্টার রেল অবরোধ রানাঘাট স্টেশনে। সকাল সাড়ে ৮ টা থেকে দু ঘণ্টা চলে এই অবরোধ।

+
News

News 18 লোকাল

#রানাঘাট: মাসের পর মাস রানাঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার নিত্যযাত্রীরা বঞ্চনার শিকার৷ প্রতিবাদে বুধবার দুই ঘণ্টার রেল অবরোধ রানাঘাট স্টেশনে। সকাল সাড়ে ৮ টা থেকে দু ঘণ্টা চলে এই অবরোধ। এই ঘটনায় দুই জন মহিলা সহ সাত জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। তাদের রেল আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
অবরোধের কারণ হিসাবে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই সকাল ৮.৩৫ সময়ে একটি রানাঘাট লোকাল ছাড়তো। এখনো সেই সময়েই ছাড়ে। কখনো ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে, আবার কখনো ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনে রানাঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা সিট পেয়ে বসে যেতে পারতো।
advertisement
advertisement
কিন্তু করোনার সময় থেকে লালগোলা থেকে আসা একটি মেমুকে রানাঘাট লোকালে রুপান্তরিত করে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ অভিমুখে রওনা করাতো রেল। এই নিয়ে মাস কয়েক আগেও একবার রেল অবরোধ হয়। নিত্যযাত্রীদের আরো অভিযোগ, লালগোলার ট্রেনগুলিতে এমনিতেই নোংড়া থাকে। তার উপর ওই ট্রেনে আগে থেকেই প্যাসেঞ্জার থাকে। এর ফলে বসার সিট না পেয়ে স্থানীয় নিত্যযাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়।
advertisement
রানাঘাটের স্টেশন মাস্টারকে জানিয়েও এর সুরাহা হয়নি। নিত্যযাত্রীদের ভোগান্তি লেগেই থাকছে। বুধবার নিত্যযাত্রীরা স্টেশন মাস্টারের কাছে এই অভিযোগ পুনরায় জানাতে গেলে, স্টেশন মাস্টার তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই শুরু হয় রেল অবরোধ।
advertisement
দু ঘণ্টা রেল অবরোধ চলার ফলে শিয়ালদহ অভিমুখের এবং লালগোলা, শান্তিপুর, কৃষ্ণনগর অভিমুখের সব ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন রেল স্টেশনে। সমস্যায় পরেন অনেক যাত্রী। এই ঘটনায় রেল পুলিশ বারংবার অবরোধ তোলার আবেদন জানিয়েও লাভ হয়নি। এরপর দু'জন মহিলা আন্দোলনকারী সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এবং তাদের বিরুদ্ধে রেলের ধারা অনুযায়ী বেশ কিছু মামলা রুজু করা হয়েছে বলে খবর।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ট্রেনে মেলেনা বসার জায়গা! রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ!
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement