আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য
প্রায় ২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই পাড়ি দিল নদিয়ার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ।করোনা পরিস্থিতির মধ্যে সকলকে সুস্থ থাকার দাওয়াই হিসেবে, ফিট ইন্ডিয়া মুভমেন্টের সবুজ ঘাসের উপর দৌড়ানোর বার্তা দেন দৌড়বাজ মাহি। মাহির ভাল নাম মোহিতোষ ঘোষ। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুঁইচায় তার বাড়ি। তাকে দেখে সবুজ মাঠে দৌড়াতে আসা বন্ধুর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে অনেকটাই । শিবনিবাস , নবদ্বীপ , তারকেশ্বর, দীঘা , দার্জিলিং এই রকম বিভিন্ন জায়গায় পরিবেশের বার্তা নিয়ে ছুটে পৌঁছে গেছেন মাহি।
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে যাবেন!
এবারে লম্বা দৌড়ের পালা, চার সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়ে কেদারনাথ প্রায় দু হাজার কিলোমিটার পথ তিনি দৌড়ে অতিক্রান্ত করার উদ্দেশ্যে রবিবার ফুলিয়া থেকে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে তার বন্ধুরা যাবেন সাইকেলে।মাস্টার ডিগ্রি সমাপ্ত করার পর এই যুবকের প্রধান বার্তা দৌড়েই সুস্থ রাখা যায় শরীরকে। সমগ্র ফুলিয়া তো বটেই গোটা নদিয়াবাসী কুর্নিশ জানিয়েছে তাকে । তাকে অভিনন্দন জানানো হয়েছে জেলার সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও।
Mainak Debnath





