সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অন্যান্য জায়গার মতো সকাল থেকে পোস্টার-ব্যানারে ছেয়ে যায় নদিয়ার বিভিন্ন এলাকা। সেই তালিকায় যথারীতি ছিল শান্তিপুর’ও। সেখানে পরিবেশ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচিতেই নিয়ম করে গাছের যত্ন নেওয়া ও আরও বেশি গাছ লাগানোর কথা বলেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: প্রকৃতির রুদ্ররুপের মধ্যেই পরিবেশ রক্ষার শপথ
advertisement
ঠিক এমনই দিনে কোতোয়ালি থানার অন্তর্গত শান্তিপুর বাগআঁচড়া লাগোয়া গোয়ালপাড়া মাঝেরপাড়া এলাকায় গৌতম মণ্ডলের বহু প্রাচীন ১২ টি আম গাছের মধ্যে ১০ টি আম গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়। গাছ কাটার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেও যান ঠিকাদার শুভঙ্কর বিশ্বাস। স্থানীয়দের থেকে খবর পেয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় ওই ঠিকাদার তাঁদের গাছ কাটার বিষয়ে বন দফতরের অনুমতির কাগজ দেখান।
এই প্রসঙ্গে পলাশগাছি বিট অফিসার অনামিকা সাহা জানান, কীভাবে ওই ঠিকাদার গাছ কাটার অনুমতি পেলেন তা খতিয়ে দেখে তবেই বলা সম্ভব হবে। যদিও গোটা ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ-প্রেমীরা। বিশ্ব পরিবেশ দিবসের দিন কীভাবে বন দফতর ১০ টি প্রাচীন আম গাছ কাটার অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
মৈনাক দেবনাথ