TRENDING:

Nadia News: বিশ্ব পরিবেশ দিবসের দিন‌ই কাটা পড়ল ১০ টি প্রাচীন আম গাছ! ঘটনাস্থলে পৌঁছেও ফিরে গেলেন বনকর্মীরা

Last Updated:

কেটে ফেলা হল ১০ টি প্রাচীন আম গাছ! এই ঘটনায় আরও একবার পরিবেশ সচেতনতা নিয়ে বাস্তব ছবিটা ঠিক কেমন তা প্রকট হয়ে উঠল বলে মন্তব্য করেছেন হতাশ পরিবেশপ্রেমীদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারিদিকে যখন এই পৃথিবীকে রক্ষার জন্য সবুজের পরিমাণ বাড়ানোর বার্তা দেওয়া হচ্ছে, ঠিক তখন‌ই নির্মমভাবে কেটে ফেলা হল ১০ টি প্রাচীন আম গাছ! শান্তিপুরের ঘটনা। এই ঘটনায় আরও একবার পরিবেশ সচেতনতা নিয়ে বাস্তব ছবিটা ঠিক কেমন তা প্রকট হয়ে উঠল বলে মন্তব্য করেছেন হতাশ পরিবেশপ্রেমীদের একাংশ।
advertisement

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অন্যান্য জায়গার মতো সকাল থেকে পোস্টার-ব্যানারে ‌ছেয়ে যায় নদিয়ার বিভিন্ন এলাকা। সেই তালিকায় যথারীতি ছিল শান্তিপুর’ও। সেখানে পরিবেশ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচিতেই নিয়ম করে গাছের যত্ন নেওয়া ও আরও বেশি গাছ লাগানোর কথা বলেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: প্রকৃতির রুদ্ররুপের মধ্যেই পরিবেশ রক্ষার শপথ

advertisement

ঠিক এমনই দিনে কোতোয়ালি থানার অন্তর্গত শান্তিপুর বাগআঁচড়া লাগোয়া গোয়ালপাড়া মাঝেরপাড়া এলাকায় গৌতম মণ্ডলের বহু প্রাচীন ১২ টি আম গাছের মধ্যে ১০ টি আম গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়। গাছ কাটার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেও যান ঠিকাদার শুভঙ্কর বিশ্বাস। স্থানীয়দের থেকে খবর পেয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় ওই ঠিকাদার তাঁদের গাছ কাটার বিষয়ে বন দফতরের অনুমতির কাগজ দেখান।

advertisement

View More

এই প্রসঙ্গে পলাশগাছি বিট অফিসার অনামিকা সাহা জানান, কীভাবে ওই ঠিকাদার গাছ কাটার অনুমতি পেলেন তা খতিয়ে দেখে তবেই বলা সম্ভব হবে। যদিও গোটা ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ-প্রেমীরা। বিশ্ব পরিবেশ দিবসের দিন কীভাবে বন দফতর ১০ টি প্রাচীন আম গাছ কাটার অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিশ্ব পরিবেশ দিবসের দিন‌ই কাটা পড়ল ১০ টি প্রাচীন আম গাছ! ঘটনাস্থলে পৌঁছেও ফিরে গেলেন বনকর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল