West Bardhaman News: প্রকৃতির রুদ্ররুপের মধ্যেই পরিবেশ রক্ষার শপথ

Last Updated:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ একটি অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

+
title=

পশ্চিম বর্ধমান: তীব্র গরমে নাজেহাল মানুষ। স্বস্তির নামটুকু নেই। দফায় দফায় গরমে কার্যত বিরক্ত বঙ্গবাসী। গোটা রাজ্যে অস্বস্তির ক্রমেই বাড়ছে। এর‌ই মধ্যে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসন, আসানসোল পুরনিগম এবং বেশ কয়েকটি সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে জেলার বিভিন্ন জায়গায়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ একটি অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দুর্গাপুর পুরসভার প্রতিনিধিরা। এই আলোচনা সভায় জেলাশাসক জানান, পরিবেশকে রক্ষা করতে এবং দূষণ নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন যথেষ্ট সচেষ্ট আছে। বিভিন্ন জায়গায় হচ্ছে বৃক্ষরোপণ। রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপনের মাত্রা বাড়ানো হয়েছে। বনাঞ্চল রক্ষা করতে বন দফতর সতর্ক রয়েছে। একই সঙ্গে প্রতিটি নাগরিক যদি পরিবেশ সম্পর্কে সচেতন হন, তবে ধীরে ধীরে ক্ষত সারিয়ে আবার সুস্থ হয়ে উঠবে পরিবেশ।
advertisement
advertisement
অন্যদিকে দুর্গাপুরে বেশ কয়েকটি সংস্থার উদ্যোগে পরিবেশ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আয়োজিত হয় পদযাত্রা। পদযাত্রার সময় বিভিন্ন মানুষজনকে সচেতন করা হয়েছে পরিবেশ সম্পর্কে। একইসঙ্গে একটি অঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছিল। যেখানেও প্রাধান্য পেয়েছে পরিবেশ রক্ষার বার্তা। আবার আসানসোল পুরনিগমের উদ্যোগে একটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও মানুষজনকে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। যেগুলি আগামী দিনে পরিবেশকে রক্ষা করতে বড় ভূমিকা নেবে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: প্রকৃতির রুদ্ররুপের মধ্যেই পরিবেশ রক্ষার শপথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement