বসন্ত উৎসব উপলক্ষে সোমবার হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে স্কুলে এসেছিল ছোট ছোট ছেলেমেয়েরা। তারা মেতে ওঠে নৃত্যগীতে। এই আয়োজন নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন শেখ বলেন, মায়াপুর মহাপ্রভু শ্রীচৈতন্য ও চাঁদকাজির মহা মিলন ক্ষেত্র। এই পুণ্য ভূমিকে আমাদের বিদ্যালয়ের কচিকাঁচারা শৈশব থেকেই যাতে আরও ভালোভাবে চিনতে ও জানতে পারে তার জন্যই এই বসন্ত উৎসবের আয়োজন করা। সম্প্রীতি, দেশপ্রেম, ভাতৃত্ববোধ শিশুদের মধ্যে জাগ্রত করাও এর অন্যতম উদ্দেশ্য।
advertisement
আরও পড়ুন: প্রশাসনের ভরসায় না থেকে নিজেরাই সেতু তৈরি করে নিল গ্রামবাসীরা
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন বলে, গত কয়েক বছর ধরেই আমরা স্কুলে দোলের আগে বসন্ত উৎসব উদযাপন করে আসছি। সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই বসন্ত উৎসব শুরু হয়। এরপর নাচ, গান, আবৃত্তি ও রং খেলার মধ্য দিয়ে জমজমাট উদযাপনে মেতে ওঠে সকল ছাত্র-ছাত্রী। স্কুলে বসন্ত উৎসব আয়জনের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও।
মৈনাক দেবনাথ