সেনাবাহিনীর মত বিএসএফেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরেরা থাকে। এই সমস্ত কুকুরদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়। বিশেষত কুকুরের ঘ্রাণ শক্তির দ্বারা বিস্ফোরক উদ্ধার করা, অপরাধীকে শনাক্ত করা কিংবা বিভিন্ন সুরক্ষিত স্থানে তাদের প্রহরীর কাজ কাজে লাগানো হয়। মানুষের মতই বুদ্ধিমান এবং কর্মদক্ষতা থাকে এই প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়দের।
আরও পড়ুন: দোকানে চুরি করছে চোর, সবকিছু পরিষ্কার ধরা পড়ল সিসিটিভি-তে!
advertisement
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে নিয়ে আয়োজিত হয় ডগ শো। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন। সীমান্ত রক্ষী বাহিনীর ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিদেশী প্রজাতির কুকুরেরা অংশগ্রহণ করেছিল।
মৈনাক দেবনাথ