প্রত্যেক বছরই দুপুরেই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়, তবে জানাতে হয় না কাউকেই। সবার আগেই হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়, এ বছরও একই চেহারা নজরে পড়ে।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
advertisement
দীপাবলি আলোর উৎসব হলেও এই দিনেই বাংলার ঘরে ঘরে অথবা পাড়ায় পাড়ায় পালন করা হয়ে থাকে শক্তির আরাধনা। নদিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় মহাসমারোহে পালন করা হয় কালীপুজো। নদিয়ার ধুবুলিয়া, আড়ংঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় কালীপুজো বিখ্যাত।
মৈনাক দেবনাথ
Location :
First Published :
October 24, 2022 6:32 PM IST