TRENDING:

Bangla News: বিক্রি তো বটেই, দোকান থেকে 'এই' জিনিস চাওয়াও অপরাধ! রথের আগে সাবধান করল প্রশাসন

Last Updated:

Bangla News: বিগত ১৫ বছর ধরে দেশি মাঞ্জাকে ক্রমশ দূরে সরিয়ে জায়গা করে নেয় নাইলন সুতো। অল্প দামে ক্ষুরধার এই সুতোয় আকৃষ্ট হয়ে যায় ৮-৮০ সকলেই...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: শুধু বিক্রি নয়, ঘুড়ির দোকানে গিয়ে নাইলনের সুতো চাওয়াও অপরাধের! সাবধান করছে শান্তিপুর পুরসভা থেকে শান্তিপুর থানা। রথ উপলক্ষে ঘুড়ি ওড়ানো শান্তিপুরে বহু প্রাচীন রীতি, যা ইদানিং ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রত্যেক বাড়ির ছাদে মাইক লাগিয়ে এই উৎসব পালন করা হয়।
advertisement

এক সময় হামাল দিস্তায় কাচের গুঁড়ো করে বানানো হতো দেশি মাঞ্জা।বর্তমান জনজীবনে সময় অভাবে অন্যান্য জিনিসপত্র মতোই, চিনা মাঞ্জার নাইলন সুতো ভোকাট্টা করে দেয় দেশি মাঞ্জা দেওয়া সুতোকে। বিগত ১৫ বছর ধরে দেশি মাঞ্জাকে ক্রমশ দূরে সরিয়ে জায়গা করে নেয় নাইলন সুতো। অল্প দামে ক্ষুরধার এই সুতোয় আকৃষ্ট হয়ে যায় ৮-৮০।

advertisement

আরও পড়ুনঃ কোটি কোটি টাকা দাম, বারাসত থেকে উদ্ধার নিষিদ্ধ ‘এই’ দ্রব্য! ছবি না দেখলে বড় মিস

প্রথমদিকে ক্ষতির পরিমাণ অত্যন্ত কম থাকলেও। পরবর্তীতে মানুষ-সহ পশুপাখিও বাদ যায় না তার কবল থেকে। কলকাতার মা ফ্লাইওভারের দুর্ঘটনা রাজ্যের বিভিন্ন এলাকার মতো এসে পৌঁছায় শান্তিপুরেও। কমপক্ষে জনা দশেকের কবলে পড়ে, কারও মৃত্যু হয়েছে, কেউবা সারাজীবন প্রতিবন্ধকতা নিয়ে কোনওমতে বেঁচে রয়েছেন। পশুপাখির হিসাব, অগণিত বললেই ভাল হয়। স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসনিক মহল থেকে বিভিন্ন প্রচারকার্য চালালেও, বিপুল পরিমাণে মানুষের অসচেতনতার ফলে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি এই ক্ষতিকারক সুতোকে।

advertisement

View More

আরও পড়ুনঃ দক্ষিণের জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি শুরু কবে? অবশেষে বিরাট আপডেট দিল হাওয়া অফিস

বেশ কয়েকদিন যাবত শান্তিপুর থানার পক্ষ থেকে সেই মর্মে একটি প্রচার গাড়ি সারা শহর এবং গ্রাম ঘুরে বেড়াচ্ছে মানুষকে সচেতন করতে। শান্তিপুর পুরসভার পক্ষ থেকেও, এই মর্মে বিভিন্ন ফ্লেক্স ব্যানার হোডিং টাঙানো হয়েছে জনবসতিপূর্ণ এলাকায়। সূত্রের খবর, গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে, মানবিক দিক চিন্তা করে আইনের ব্যবহারিক প্রয়োগ অনেক কম ছিল, তবে সে সংখ্যাটাও নেহাত কম নয়। তবে এ বার অর্থাৎ ২০২৩ সালে সুতো সংক্রান্ত নির্দেশ লংঘন করলে, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রশাসন থেকে শুরু করে থানা।

advertisement

আগামী ২০ জুন রথযাত্রা। সাতদিন বাদে উল্টো রথ, আর সেই উৎসবে মাতোয়ারা হয়ে ১৫ দিন ধরে উৎবে গা ভাসাবেন শান্তিপুরবাসী। ঠিক তার আগে পুলিশ প্রশাসন থেকে পুরসভা সকলকে শুভেচ্ছা জানিয়ে, একবার সচেতন করার উদ্দেশ্যে এ ধরনের বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন বলেই জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Bangla News: বিক্রি তো বটেই, দোকান থেকে 'এই' জিনিস চাওয়াও অপরাধ! রথের আগে সাবধান করল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল