আরও পড়ুন: ড্রাগন চাষে সাহায্য করছে দেশি মুরগি! কীভাবে হচ্ছে জানলে চমকে উঠবেন
শান্তিপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে সাগ্নিক। পরিবারে আছে মা-বাবা ও এক ভাই। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন নিজের পাড়ার ভলিবল টিমে যোগ দেয় সে। শুরু হয় প্র্যাকটিস। এরপর অষ্টম শ্রেণিতে পড়াকালীন কলকাতার মাঠে সাব ডিভিশনে প্রথম জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সাগ্নিকের এই কৃতিত্বে খুশি তার এলাকার মানুষজন।
advertisement
বাবা সম্বিত দে’র ওষুধ দোকানে আছে। তাই মা গৌরী দে ছোটবেলা থেকেই সাগ্নিককে নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নানান জায়গায় ছুটে যেতেন। মা-বাবা ছাড়াও সাগ্নিকের ভাই এবং ঠাকুমা আছেন। এবারের দুর্গাপুজোয় আর পাঁচটা অল্প বয়সী ছেলেমেয়ের মত আনন্দে মেতে না উঠে সাগ্নিক মন দিয়ে প্র্যাকটিস চালিয়ে গিয়েছে। সাগ্নিকের লক্ষ্য আগামী দিনে জাতীয় দলে সুযোগ পাওয়া।
মৈনাক দেবনাথ