West Medinipur News: ড্রাগন চাষে সাহায্য করছে দেশি মুরগি! কীভাবে হচ্ছে জানলে চমকে উঠবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
দেশি মুরগির সাহায্যে ভালভাবে ড্রাগন চাষ করতে পারছেন কৃষক! দেখুন সেই অবাক করা কাণ্ড
পশ্চিম মেদিনীপুর: ড্রাগন চাষে সাহায্য করে মুরগি! শুনে অবাক লাগছে তো? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। জেনে নিন কীভাবে সম্ভব।
ড্রাগন চাষের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ফার্ম করে দেশি মুরগির চাষ করছেন পশ্চিম মেদিনীপুরের এক যুবক। ড্রাগন চাষের পাশাপাশি মুরগি চাষ করে তিনি যেমন আর্থিক লাভ পাচ্ছেন, তেমনই একইভাবে চাষে সহায়তা করছে এই মুরগি।
advertisement
এখন ধান চাষ করে তেমন লাভ হচ্ছে না বললেই চলে। তাই বহু চাষি ঝুঁকছেন অন্য পেশায়। পশ্চিম মেদিনীপুরের পিংলার গোগ্রামের সুব্রত মাহেশ বেশ কয়েক ডেসিমেল জায়গায় ড্রাগন চাষ করছেন। পাশাপাশি প্রাকৃতিকভাবেই ফার্মে করেছেন দেশি মুরগির চাষ। সেই মুরগি বিক্রি করে একদিকে যেমন আয় হচ্ছে, তেমনই ড্রাগন চাষেও সাহায্য করছে এই দেশি মুরগি।
advertisement
ফার্ম করে সুব্রত প্রায় ৩৫০-এরও বেশি দেশি মুরগির চাষ করেছেন। প্রতিদিন ডিম, মাংসের পাশাপাশি এই দেশি মুরগি ড্রাগন চাষেও সহায়তা করছে। কিন্তু কীভাবে? সুব্রত মাহেশই বিস্তারিতভাবে জানালেন বিষয়টি।
প্রসঙ্গত ড্রাগন চাষের ক্ষেত্রে প্রধান শত্রু পিঁপড়ে। এদিকে ছোট ছোট মুরগি পিঁপড়েকে খাবার হিসেবে খেয়ে নেয়। মুরগি পিঁপড়ের বাসা ভেঙে দেওয়ায় ড্রাগন গাছের তেমন ক্ষতি হয় না। পাশাপাশি ড্রাগন গাছ বড় হলে তার নিচে অন্য কিছু চাষ করা যায় না। ড্রাগন গাছের নিচে ঝোপঝাড়, নানান পোকামাকড়ের জন্ম হয়। যা ক্ষতি করে ড্রাগন চাষের। এদিকে দেশি মুরগি পোকামাকড় খায়। যার ফলে ড্রাগন চাষের পাশাপাশি মুরগি চাষ করলে কৃষক একদিকে যেমন তাঁর ফসল বাঁচাতে পারেন তেমনই পরে সেই মুরগি থেকেও আয় হয়।
advertisement
কৃষক সুব্রত মাহেশ প্রতিদিনই এই মুরগি বিক্রি করে যেমন লাভ পাচ্ছেন তেমনই সহায়তা হচ্ছে চাষেও। প্রাকৃতিক উপায়ে সামান্য পরিচর্যায় বড় হয়ে উঠছে দেশি মুরগিগুলো। মাংস, ডিমের পাশাপাশি এই মুরগি বিক্রি করে বেশ লাভও পাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবে একদিকে ড্রাগন চাষ অন্যদিকে মুরগি প্রতিপালন করে মালামাল হচ্ছেন এই কৃষক।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 6:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ড্রাগন চাষে সাহায্য করছে দেশি মুরগি! কীভাবে হচ্ছে জানলে চমকে উঠবেন