Dakshin Dinajpur News: ভ্যানের উপর বসেছিলেন বৃদ্ধ, ছুটে এসে ধাক্কা মারল টোটো! তারপর...
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলেও বাঁচানো গেল না প্রাণ
দক্ষিণ দিনাজপুর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের। বালুরঘাটের ভিডিও হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গোপাল মহন্ত৷ বয়স ৬২ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভ্যানের উপর বসেছিলেন ওই বৃদ্ধ। আচমকাই প্রবল গতিতে ছুটে এসে একটি টোটো ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই বৃদ্ধ। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তাঁকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
মৃত বৃদ্ধের বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুর মাস্টার পাড়ায়৷ এরপর ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের দেহ বালুরঘাট পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা জানাজানি হতেই শোকে ভেঙে পড়ে বৃদ্ধের পরিবার। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি বেপরোয়া যান চলাচল নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 03, 2023 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ভ্যানের উপর বসেছিলেন বৃদ্ধ, ছুটে এসে ধাক্কা মারল টোটো! তারপর...







