আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জল জমতেই হাসি পাট চাষিদের মুখে
নদিয়ার এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙন রোধের কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। বর্ষা শুরু হতেই বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে এবারের বর্ষায় নদীর বাঁধ পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা। একদিকে টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়ে ফুঁসছে ভাগীরথী, অন্যদিকে ভিটেমাটি ছেড়ে কোথায় আশ্রয় নেবেন এই নিয়ে দুশ্চিন্তায় নাওয়া খাওয়া মাথায় উঠেছে বাসিন্দাদের।
advertisement
এখানকার মানুষের অভিযোগ, নদীর ওপারে একটি ইটভাটা আছে। তা সম্প্রসারিত হতে হতে নদীর মধ্যে চলে এসেছে। ফলে ভাগীরথীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সেই কারণে শান্তিপুরের এইদিকে পাড় ভেঙে যাচ্ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। কিন্তু এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানালেও তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
মৈনাক দেবনাথ