রানাঘাট পৌরসভার পৌর পিতা এবং উপ পৌর পিতা ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।গুণী ব্যক্তিদের উপস্থিতিতেই নারকেল ফাটিয়ে ভিত্তিস্থাপনের শুভ উদ্বোধন করা হয়। শ্রীরামকৃষ্ণ পদার্পণ সমিতির তরফে জানানো হয়,রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে শুভ সূচনা হল। ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের কারণে ভাঙ্গা পড়ে রামকৃষ্ণ মন্দির।
advertisement
আরও পড়ুনঃ জেলায় দুয়ারে সরকার কর্মসূচি, জেনে নিন বিস্তারিত তথ্য
সম্প্রসারনের কাজ শেষ হলে মন্দির এর ভিত্তিপ্রস্তর করেন রহড়া রামকৃষ্ণ মন্দির এর মহারাজ অম্বিকেশনন্দ মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত রানাঘাটের পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পৌরপ্রধান আনন্দ দে স্থানীয় কাউন্সিলর পবিত্র ব্রম্ভ।
আরও পড়ুনঃ ট্রেনে মেলেনা বসার জায়গা! রানাঘাট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ!
উপস্থিত সকল গুণী ব্যক্তিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন রহড়া রামকৃষ্ণ মিশনের অম্বিকেশনন্দ মহারাজ। এ ছাড়াও একাধিক গুণী ব্যক্তিবর্গ।
Mainak Debnath