প্রসঙ্গত খেলাধুলো ও নিয়মিত শরীরচর্চা করলে শরীর ও মন দুই-ই ভালো থাকে। বর্তমান তরুণ প্রজন্ম স্মার্টফোনের জগতে ঢুবে থাকায় শরীরচর্চা ও খেলাধুলো থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। যার ফলে অল্প বয়সেই একাধিক শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। চিকিৎসকদের মতে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলো করলে বয়সের সঙ্গে সঙ্গে শরীর ও মন সঠিকভাবে বিকশিত হয়। কাজে উৎসাহ পাওয়া যায়। এমনকি বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব। সেই কারণেই তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতেই রানাঘাট পুলিশ জেলা এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে।
advertisement
আরও পড়ুন: তুর্কি আইসক্রিমে মজেছে পুরুলিয়া, আট থেকে আশি ভিড় করছে সবাই
নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগীরাও অংশ নিয়েছিলেন। রানাঘাট পুলিশ জেলার সুপার ড: কে কান্নান বলেন, মূলত সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও নিবিড় করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিকভাবে ২৫০ জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হল। আগামী দিনে আরও বড় করে এরকম অনুষ্ঠান করবেন বলে এদিন জানান তিনি।
মৈনাক দেবনাথ