Purulia News : তুর্কি আইসক্রিমে মজেছে পুরুলিয়া, আট থেকে আশি ভিড় করছে সবাই

Last Updated:

আইসক্রিম ছিনিয়ে নিতে হবে পরিবেশকের থেকে, এ যেন 'টম অ্যান্ড জেরি'-র খেলা! আর তাতেই মজেছে পুরুলিয়া। তুর্কি আইসক্রিমের স্বাদ চেখে দেখতে ভিড় করছে আট থেকে আশি সকলে

+
তুর্কি

তুর্কি আইসক্রিম

#পুরুলিয়া : ভোজনপ্রিয় বাঙালির ডেজার্ট বরাবরের প্রিয়। তবে বর্তমানে ডেজার্ট বললে বহু বাঙালি রসগোল্লা-পান্তুয়া ছেড়ে আইসক্রিমকেই প্রথমে রাখেন। আর আইসক্রিমের নাম শুনলে ছোটদের জিভে জল চলে আসাটা পরিচিত ঘটনা। তবে এমন কিছু আইসক্রিম আছে যাতে আট থেকে আশি সকলেই মজে যান। এখন ভিন্ন স্বাদের আইসক্রিমের স্বাদ নিতে আইসক্রিম পার্লারগুলোয় সারা বছরই আনাগোনা করতে দেখা যায় ভোজন রসিকদের। বিভিন্ন নামিদামি কোম্পানির আইসক্রিমের পাশাপাশি বঙ্গবাসীর মনে জায়গা করে নিয়েছে টার্কিশিয়ানো। শুধুমাত্র আইসক্রিমের স্বাদ উপভোগ করাই নয় টার্কিশিয়ানোতে থাকে ভরপুর বিনোদন। তাই আইসক্রিম খাওয়ার পাশাপাশি বিনোদন উপভোগ করতে ভোজনপ্রিয়রা ভিড় জমান টার্কিশিয়ানোর আউটলেটগুলিতে।
এই বিদেশি আইসক্রিম ব্র্যান্ডের ভারতজুড়ে প্রায় ১৫০ টি আউটলেট আছে। মানভূমবাসীর মন জয় করতে সম্প্রতি টার্কিশিয়ানো আইসক্রিমের আউটলেট খোলা হয় পুরুলিয়া সিটি সেন্টারে।
advertisement
এই বিদেশি ব্র্যান্ডটি টার্কিশ অর্থাৎ তুরস্কের নানান ধরনের আইসক্রিম বিক্রি করে। টার্কিশ আইসক্রিম খেতে যেমন সুস্বাদু, তেমনই অনবদ্য তার পরিবেশনের ধরণ। টার্কিশিয়ানোগুলিতে যে সমস্ত পরিবেশকরা রয়েছেন তাঁদের পরিবেশনের ধরণে মন মজে যায় ছোট থেকে বড় সকলের। টার্কিশ আইসক্রিম হাতে নেওয়ার আগে চালাতে হয় দীর্ঘ প্রচেষ্টা। কার্যত টম অ্যান্ড জেরি লড়াই হয় পরিবেশকদের সঙ্গে গ্রাহকদের। আর এই কলাকৌশল দেখতে টার্কিশিয়ানো আউটলেটগুলির সামনে ভিড় জমান বহু মানুষ। আর যারা এই টার্কিশ আইসক্রিম খান তাঁদের আনন্দের সীমা থাকে না। পুরুলিয়া শহরেও টার্কিশিয়ানোর এই নতুন আউটলেট রীতিমত সাড়া ফেলেছে। আইসক্রিমের স্বাদের সঙ্গে সঙ্গে পরিবেশকদের কলা কৌশল নজর এবং মন কাড়ছে সাধারণ মানুষের। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই টার্কিশ আইসক্রিম পরিবেশনের একাধিক ভিডিও রয়েছে। যেখানে রয়েছে মিলিয়ন ভিউ। সেই টার্কিস আইসক্রিম পরিবেশন চাক্ষুষ করতে চাইলে, অথবা তার পরিবেশন উপভোগ করতে চাইলে একবার শহরে আইসক্রিমের নতুন ডেস্টিনেশন এই আউটলেটে ঢুঁ মারতে পারেন আপনিও।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : তুর্কি আইসক্রিমে মজেছে পুরুলিয়া, আট থেকে আশি ভিড় করছে সবাই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement