Murshidabad Weather: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল মুর্শিদাবাদ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কুয়াশার চাদরে ঢাকা পড়ল মুর্শিদাবাদ। দৃশ্যমানতা একেবারে তলানিতে। ফগলাইট জ্বালিয়ে চলছে ট্রেন
#মুর্শিদাবাদ: ঘন কুয়াশা চাদরে ঢেকেছে মুর্শিদাবাদ। ফলে সূর্যের দেখা নেই। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস এসে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এই দুইয়ের ধাক্কায় পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। এক কথায় ঠান্ডায় জুবুথুবু অবস্থা মুর্শিদাবাদবাসীর।
মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জেলার মধ্য দিয়ে যাওয়া জাতীয় ও রাজ্য সড়কগুলি। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সব গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে সমস্ত ট্রেনকে ফগ লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে সন্ধে হতে চলল, কিন্তু কুয়াশার ঘনত্ব কমার বদলে আরও বেড়ে চলেছে। ফলে গাড়ি-ঘোড়া ধীর গতিতে চলছে।
advertisement
advertisement
আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অল্প উন্নতি হলেও রাত নামলেই চারপাশ আবার কুয়াশা চাদরে ঢেকে যাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
advertisement
এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বারবার প্রচার করছে প্রশাসন। যাননি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সবাই বারবার গাড়িচালকদের সতর্ক করে দিচ্ছেন। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে নেমে গেছে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। মুর্শিদাবাদের পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে যাওয়ায় আরও বেশি কুয়াশা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন নদী তীরবর্তী এলাকায় কুয়াশার প্রাবল্য সবচেয়ে বেশি দেখা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2023 4:27 PM IST