Nadia News: সব বাঁধা অতিক্রম করে এগিয়ে চলেছেন দীপঙ্কর, স্বপ্ন ভারতীয় ক্রিকেট দলে খেলা
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Nadia News: আত্মবিশ্বাস নিয়েই প্রথমবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে সম্প্রতি মুম্বাই পাড়ি দেন তিনি। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন দীপঙ্কর।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: স্বপ্ন যখন বড় হয়, তখন বাধা আর প্রতিকূলতাও বড় হয়ে দাঁড়ায়। তবে সেই বাধাকে জয় করেই নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন নদিয়ার রানাঘাটের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর মল্লিক। ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য লড়াই করতে হয়েছে আর্থিক সমস্যা, সামাজিক প্রতিকূলতা ও নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে। তবু পিছিয়ে যাননি দীপঙ্কর। পরিবারের অনুপ্রেরণা ও নিজের দৃঢ় মানসিকতা তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
দীর্ঘদিন ধরে বাংলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে রাজ্যের ক্রীড়া মহলে তিনি ইতিমধ্যেই পরিচিত মুখ। তাঁর নেতৃত্ব ও খেলার দক্ষতায় বাংলার দল একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছে। ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই আত্মবিশ্বাস নিয়েই প্রথমবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে সম্প্রতি মুম্বই পাড়ি দেন তিনি। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন দীপঙ্কর।
advertisement
advertisement
এর আগেও বাংলা দলের জার্সি গায়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়ে জয় ছিনিয়ে এনেছেন তিনি। প্রতিটি টুর্নামেন্টে নিজের দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে সুযোগ পেলে আরও বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারবেন তিনি। আগামী দিনে দীপঙ্করের স্বপ্ন আরও উঁচু ভারতীয় দলে জায়গা করে নেওয়া। দেশজুড়ে ক্রিকেট প্রতিভার ভিড়ে স্বপ্ন দেখা কঠিন হলেও অসম্ভব নয়। দীপঙ্কর বিশ্বাস করেন কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন আর আত্মবিশ্বাসই তাঁকে একদিন ভারতীয় দলের নীল জার্সি পরার স্বপ্নের আরও কাছে পৌঁছে দেবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 28, 2025 1:26 PM IST







