Nadia News: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় পিষল পিকআপ ভ্যান চালক, প্রশাসনের সচেতনতা উড়িয়ে চলছে গতির রেষারেষি

Last Updated:

Nadia News: নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। ছোট পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারল বড় ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারালেন পিকআপ ভ্যান চালক।

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
নাকাশিপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: শুক্রবার নদিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক তরুণ গাড়িচালক। মৃতের নাম আকিলুর মন্ডল। বয়স ২৭। পেশায় গাড়িচালক। বাড়ি নাকাশিপাড়া থানার চেঙ্গা পাটিকাবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে কলকাতা থেকে সবজি ডেলিভারি করে নিজের এলাকায় ফিরছিলেন আকিলুর। সেই সময় নাকাশিপাড়া থানার যুগপুর ফ্লাইওভারের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে তার ছোট পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে একটি বড় ট্রাক।
আরও পড়ুনঃ আদিবাসী জনজাতির পাশে প্রশাসন! রাজ্য সরকারের পরিষেবা পৌঁছে দিতে পাঁশকুড়ায় ‘দুয়ারে শিবির’
দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় মানুষজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আকিলুরকে উদ্ধার করে বেথুয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি নাকাশিপাড়া থানায় আনে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে শক্তিনগর জেলা হাসপাতালে। তরুণ গারিচালকের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকাজুড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, একের পর এক বেড়েই চলেছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। প্রশাসনের একাধিকবার সচেতনমূলক কর্মসূচি সত্বেও হুঁশ ফিরছে না বেশ কিছু অসচেতন চালক এবং পথচারীর। আর সেই কারণেই একের পর এক দুর্ঘটনায় বলি হচ্ছেন সাধারণ মানুষ। পথ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় পিষল পিকআপ ভ্যান চালক, প্রশাসনের সচেতনতা উড়িয়ে চলছে গতির রেষারেষি
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement