এছাড়াও রেলির মাধ্যমে সাধারণ মানুষকে পথদু র্ঘটনা সম্পর্কে সচেতন করার বার্তা প্রদান করলেন। এই কর্মসূচিতে রানাঘাট জেলা পুলিশের এসপি ডক্টর কে কান্নান ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট মহাকুমা শাসক ডক্টর হরিশ রাশিদ, রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, রানাঘাট এসডিপিও প্রবীর মন্ডল, রানাঘাট ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী, ডি কে সিং ছাড়াও একাধিক পুলিশ আধিকারিকেরা। প্রসঙ্গত জেলায় একের পর এক পথ দুর্ঘটনা হয়েই চলেছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন পথ চলতি মানুষের সচেতনতার অভাব।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষামূলক ভ্রমণ করতে বল্লাল সেনের ঢিপিতে পৌঁছাল স্কুলের কচিকাঁচারা
বিশেষত মোটরবাইক আরোহীরা বেশিরভাগ সময় দেখা যায় জাতীয় সড়কের উপর দিয়েও হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানো, এছাড়াও দ্রুতগতিতে বাইক চালানো। গাড়িতে সিট ব্যান্ড না লাগিয়ে গাড়ি চালানো। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার মত খবর উঠে আসে শিরোনাম। সেই কারণেই গাড়িচালক এবং পথ চলতে মানুষদের সতর্ক করতে এবং পথ দুর্ঘটনা এড়ানোর জন্যেই এদিনের এই কর্মসূচি বলে জানান রানাঘাট জেলা পুলিশ আধিকারিক ড: কে কান্নান।
Mainak Debnath