Nadia News: শিক্ষামূলক ভ্রমণ করতে বল্লাল সেনের ঢিপিতে পৌঁছাল স্কুলের কচিকাঁচারা

Last Updated:

প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করলেন স্কুল কর্তৃপক্ষ। নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বামুনপুকুর সংলগ্ন ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপিতে উপস্থিত হয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করল বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা।

+
title=

#নদিয়া : প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করলেন স্কুল কর্তৃপক্ষ। নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বামুনপুকুর সংলগ্ন ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপিতে উপস্থিত হয়ে শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করল বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পড়ুয়াদের মনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যা ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষলাভের ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে।
উচ্চ বিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা মূলক ভ্রমণের চল থাকলেও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় গুলির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের ঘটনা প্রায় নজিরবিহীন। প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা না থাকলেও আজ নবদ্বীপ উত্তর চক্রের মায়াপুর বামনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করলেন রানাঘাটের নতুন এসপি
তারা এই দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে ভ্রমণ করেন বামুনপুকুর এলাকার ঐতিহাসিক স্থান বল্লাল সেনের ঢিপি। এদিনের শিক্ষামূলক ভ্রমণে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক জানবাজ সেখ (এস আই)। এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অভিনব এই উদ্যোগ গ্রহণ করার জন্য সাধুবাদ জানান তিনি। পাশাপাশি এই দিনের শিক্ষামূলক ভ্রমণের প্রসঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষামূলক ভুবন বিশেষ তাৎপর্যপূর্ণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিয়মিত ফুল খেতে আসে গরু বাছুর! যানজটের সৃষ্টি নবদ্বীপে
মূলত সেই কারণেই এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ গ্রহণ করেছে তাঁর স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও স্কুল পড়ুয়াদের নিয়ে প্রতি বছর তাঁরা একইভাবে শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নেবেন বলেও জানান তিনি। এই দিনের ভ্রমণে প্রাক-প্রাথমিকের ছাত্র-ছাত্রী বাদে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলেও জানান হিরন বাবু। এছাড়াও স্কুল থেকে এই ভ্রমণের উদ্যোগ গ্রহণ করার জন্য স্বাভাবিকভাবেই খুশি স্কুলের কচিকাঁচার ছাত্রছাত্রীরা ছাড়াও তাদের অভিভাবক অবিবাহিকারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: শিক্ষামূলক ভ্রমণ করতে বল্লাল সেনের ঢিপিতে পৌঁছাল স্কুলের কচিকাঁচারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement