আরও পড়ুন: জন্ম হোক বা মৃত্যু, হাসপাতাল থেকে শংসাপত্র পেতে নাজেহাল শান্তিপুরবাসী
কৃষ্ণগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা অমিত প্রামাণিক বলেন, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি পূর্বে এই রবীন্দ্র ভবনের দায়িত্বে থাকত। রবীন্দ্র ভবন ছিল সাধারণ মানুষের কাছে আবেগের ভবন। পূর্বে এই ভবনটিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংস্থা ভাড়া নিত এবং তাদের কার্য সম্পন্ন করত এই ভবনের ভিতরে। তিনি জানান, এখানে বিভিন্ন রকম কর্মসূচি হত নাচ, গান ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। কিন্তু বর্তমান অবস্থা এত বেহাল হয়ে পড়েছে, যে প্রতিনিয়ত ছাদ ভেঙে পড়ছে, জানলা ভেঙে পড়ছে, ও খসে পড়ছে প্লাস্টার। এমনকি তিনি আরও বলেছেন, এই ভবনে দুষ্কৃতীদের বসবাস দিনের পর দিন বেড়েই চলেছে। তাই তিনি সুস্থ সামাজিক পরিস্থিতি নষ্ট হওয়ার বিরুদ্ধে পুনরায় আগের মত ভবনকে নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে।
advertisement
আরও পড়ুন: খেজুরের রস কীভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় জানেন? হাড়ি কেন বাঁধা হয়? জানুন
উল্লেখ্য, এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস বর্তমান পরিস্থিতি দেখে বলেন, নতুন পঞ্চায়েত সমিতি আসার পর তারা পুনরায় রবীন্দ্র ভবন সারানোর চেষ্টা করছেন। তিনি জানান, পুরো রবীন্দ্র ভবন সারাতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। তাই তারা একেবারে ভবনটিকে পুনর্নির্মাণ করতে পারবেন না। এক একটি দিক ঠিক করার চেষ্টা করছেন তারা। বর্তমানে ৬ লক্ষ টাকার স্কিম ধার্য করা হয়েছে এই ভবনটির জন্য। এই স্কিমটি দিয়ে প্রথমত উপরের টিন সারানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো জানান মাস খানিক পর থেকেই রবীন্দ্রভবনকে পুনরায় সারানোর প্রথম কার্য শুরু হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় মানুষ পুনরায় তাদের আবেগের জায়গাটি ফিরে পাওয়ার আশায় রয়েছে।
Mainak Debnath