TRENDING:

Nadia News: ওষুধের শিশিতে অবাক করা শিল্পকার্য! ফুটে উঠল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি

Last Updated:

Nadia News: একটি হোমিওপ্যাথি ওষুধের শিশির মধ্যে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন সকলকে। ছোট্ট শিশির মধ্যে রং তুলি প্রবেশ করিয়ে ভিতরের দিকে ছবি আঁকা যথেষ্ট কষ্টকর। ধৈর্যও লাগে বটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাপড়া: ছোট্ট হোমিওপ্যাথিক ওষুধের শিশির মধ্যে রং তুলির অসাধারণ কারসাজি। অবয়ব ফুটে উঠল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। শ্রদ্ধার্ঘ্য আদৌ কি পৌঁছাবে দুশ্চিন্তায় শিল্পী।
advertisement

নদিয়া জেলার চাপড়া বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডলকে এখন নেটদুনিয়ায় সকলেই চেনেন পেট দিয়ে ছবি আঁকার বিখ্যাত শিল্পী হিসাবে।  রবীন্দ্রনাথের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য বিস্মিত গোটা দুনিয়া। বিভিন্ন রেকর্ড সংরক্ষণের সংস্থা তাঁকে সংবর্ধিত করেছেন।

হাত দিয়ে ছবি এঁকেও তাক লাগালেন তুহিন। তবে তিনি সহজ কিছু পছন্দ করেন না, যা সকলেই করতে পারে। তুহিন মনে করেন কঠিনের মধ্যেই একাগ্রতা এবং আন্তরিকতা থাকে।

advertisement

একটি হোমিওপ্যাথি ওষুধের শিশির মধ্যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন সকলকে। ছোট্ট ওইটুকু শিশির মধ্যে রং তুলি প্রবেশ করিয়ে ভিতরের দিকে ছবি আঁকা যথেষ্ট কষ্টকর এবং ধৈর্য সাপেক্ষও বটে।  তুহিন জানান বেশ কয়েকবার প্রায় চূড়ান্ত হয়ে গিয়েও নষ্ট হয়েছে ছবি, ক্ষণিকের জন্য মন ভেঙে গেলেও অদৃশ্যভাবে কেউ একজন পিছন থেকে তাকে শক্তি জুগিয়েছেন। হার না মানা প্রচেষ্টাই আজ তাকে ব্যতিক্রমী শিল্পী হিসেবে পরিচিত দিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! প্রশ্নপত্র নিয়ে নয়া নিয়ম ঘোষণা সংসদের

আরও পড়ুন: গুলি চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড কনস্টেবলের, রক্তে ভাসল বর্ধমান লোকালের মহিলা কামরা

পরিবারের পক্ষ থেকে মা , স্ত্রী সব সময় তার প্রতিভা প্রকাশে সহযোগিতা করে থাকেন। তাঁরা জানাচ্ছেন, এই ধরনের কিছু করার সময় রাতের পর রাত জেগে কাটান তুহিন। তাঁদের কথায়, “আর্থিক পরিস্থিতিও খুব ভাল নয়। তাই আমাদের মতো ঘরে এই ধরনের শিল্পকর্ম বেমানান।” তবে তাঁরা আশাবাদী যে, তুহিনের শিল্পকর্ম আগামী দিন নিশ্চয়ই কদর পাবে। ছোট থেকে বাবার কাছে তাঁর আঁকা শেখা। তবে সে ভাবে কোনও শিক্ষক-শিক্ষিকার কাছে আঁকা শেখা হয়নি। সম্পূর্ণ নিজের চেষ্টায় কাজ করছেন তুহিন। তিনি চান, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছে যাক তাঁর এই শিল্পকর্ম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ওষুধের শিশিতে অবাক করা শিল্পকার্য! ফুটে উঠল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল