গুলি চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড কনস্টেবলের, রক্তে ভাসল বর্ধমান লোকালের মহিলা কামরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান জিআরপি-তেই পোস্টিং ছিল শুভঙ্কর সাধুখাঁর৷ সূত্রের খবর, গতকাল রাতে প্রথমে হাওড়াগামী একটি ডাউন ট্রেনে প্রথমে তালান্ডু স্টেশন পর্যন্ত ডিউটি ছিল ওই কনস্টেবলের৷
বর্ধমান: চলন্ত ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল৷ বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে ট্রেন বর্ধমান জংশন স্টেশনে পৌঁছনোর পর উদ্ধার হল নিহত কনস্টেবলের দেহ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান জংশন স্টেশনে৷
জানা গিয়েছে, আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ (৪৪)৷ তিনি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকার বাসিন্দা৷ পারিবারিক কোনও অশান্তির কারণেই ওই কনস্টেবল আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ৷
advertisement
বর্ধমান জিআরপি-তেই পোস্টিং ছিল শুভঙ্কর সাধুখাঁর৷ সূত্রের খবর, গতকাল রাতে প্রথমে হাওড়াগামী একটি ডাউন ট্রেনে প্রথমে তালান্ডু স্টেশন পর্যন্ত ডিউটি ছিল ওই কনস্টেবলের৷ ফিরতি পথে আপ হাওড়া- বর্ধমান লোকালের মহিলা কামরায় ডিউটি ছিল তাঁর৷ রাত ১২.৫৭ মিনিটে ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছলে বিষয়টি জানা যায়৷
advertisement
তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে, আপ ট্রেনটি যখন পালসিট স্টেশনে পৌঁছয়, তখনই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান ওই কনস্টেবল৷ গুলিটি শুভঙ্কর সাধুখাঁর কপাল ফুঁড়ে ট্রেনের কামরার ছাদে গিয়ে লাগে৷ ঘটনার সময় ট্রেনের মহিলা কামরায় যাত্রী প্রায় ছিলেনই না৷ ফলে কামরার ভিতরেই পড়ে থাকে রক্তাক্ত কনস্টেবলের দেহ৷ সেই অবস্থাতেই ট্রেনটি পৌঁছয় বর্ধমান জংশন স্টেশনে৷
advertisement
খবর পেয়ে দেহটি উদ্ধার করে রেল পুলিশ৷ কামরার ভিতর থেকেই ওই কনস্টেবলের সার্ভিস রিভলবার এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷ কেন ওই কনস্টেবল আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গুলি চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড কনস্টেবলের, রক্তে ভাসল বর্ধমান লোকালের মহিলা কামরা