HS Exam Rule 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! প্রশ্নপত্র নিয়ে নয়া নিয়ম ঘোষণা সংসদের
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
HS Exam Rule 2024: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এ বছর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশ্নপত্রের উপরে থাকছে একটি ক্রমিক নম্বর। যে নম্বরের মাধ্যমে সহজেই চিহ্নিত করতে পারবে সংসদ কোন প্রশ্নপত্র কোন পরীক্ষার্থী পাচ্ছেন।
কলকাতা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তাকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি ক্রমিক নম্বর উল্লেখ করবে। যে ক্রমিক নম্বর প্রত্যেকটি প্রশ্নপত্রই থাকবে। শুধু তাই নয় সেই ক্রমিক নম্বর থাকবে সিরিয়ালি। অর্থাৎ কোন প্রশ্নপত্র কোন পরীক্ষার কেন্দ্রে, কোন পরীক্ষার ঘরে থাকছে তা সহজেই চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে মূলত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় সিরিয়ালি দেওয়া হবে প্রশ্নপত্র। অর্থাৎ ক্রমিক নম্বর অনুযায়ী ছাত্রছাত্রীদের দিতে হবে প্রশ্নপত্র। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক জেলায় পর্যালোচনামূলক বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন জেলার আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।
advertisement
advertisement
প্রশ্নপত্র ক্রমিক নম্বর অনুযায়ী না দিলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে সংসদ বলেও একাধিক বৈঠকে ইঙ্গিত দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই জানা গিয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে বলেই অনুমান সংসদের আধিকারিকদের।
advertisement
কেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্নপত্রের ক্রমিক নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিতে বলছে? এ প্রসঙ্গে বলতে কি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন “গোটাটাই পরীক্ষার নিরাপত্তাকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
advertisement
সংসদ সূত্রে দাবি করা হচ্ছে মূলত কোন প্রশ্নপত্রের ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে কোন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ঘরে এই প্রশ্নপত্র থেকে ছবি উঠেছে। পাশাপাশি আগামী দিনে কোন ছাত্র-ছাত্রীদের তরফে প্রশ্নপত্র বা উত্তরপত্র নিয়ে সমস্যা তৈরি হলেও তা সহজেই চিহ্নিত করতে পারবে সংসদ। তবে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এই প্রশ্নপত্রের ক্রমিক নম্বর থাকছে না। ৪৭ টি বিষয়ের মধ্যে সংসদ ১৩টি বিষয় প্রশ্নপত্রের ক্ষেত্রেই এই ক্রমিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাসে পরিবর্তন আনতে চলেছে। তা নিয়ে শনিবারেই বৈঠকে বসছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 1:18 PM IST

