TRENDING:

Panchayat Election 2023: প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান, স্বস্তিতে ভোট কর্মীরা

Last Updated:

প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা থাকায় খুশি ভোট কর্মীরা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁদের আতঙ্ক অনেকটাই কেটেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরুর গোড়া থেকেই রাজ্যের সরকারি কর্মীরা দাবি তুলেছিলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। যদিও রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন সেই দাবিতে সম্মত ছিল না। বরং তারা রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলার পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। তবে কত কেন্দ্রীয় বাহিনীর শেষ পর্যন্ত এসে পৌঁছবে তা নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়েছে। নির্বাচন কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক‌। এদিকে শুক্রবার বেলার দিক থেকে ভোট কর্মীরা বুথে বুথে পৌঁছনোর সময় দেখেন কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরাও তাঁদের সঙ্গেই বুথে পৌঁছচ্ছে। আর তাতেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কর্মীরা।
advertisement

West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023)  LIVE Updates

আরও পড়ুন: শেষ বেলায় সুন্দরবনে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোট কর্মীদের একাংশ নিরাপত্তার বিষয়ে মোটেও রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারেননি। এরপর মনোনয়ন জমার প্রক্রিয়ার শুরু হলে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটতে শুরু করে জেলায় জেলায়। ইতিমধ্যেই বহু রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। আর তাতেই আরও আতঙ্ক বাড়ে ভোট কর্মীদের। তাঁদের দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করলে তবেই বুথে যাবেন। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগের দিন অর্থাৎ শুক্রবার ডিসিআরসি থেকে ভোট কর্মীরা রওনা দিয়ে বুথে পৌঁছনোর সময় সেই নির্দেশেরই প্রতিফলন দেখা গেল। আর তাতে যথেষ্ট খুশির নদিয়ার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ভোট কর্মীরা।

advertisement

View More

প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে চারজন করে পোলিং অফিসার থাকছেন ভোট কর্মীদের এক একটি দলে। এই মোট পাঁচজনের টিম প্রতিটি বুথের ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব সামলাবেন। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সশস্ত্র জ‌ওয়ান। আর তাতেই নিরাপদ করছেন ভোট কর্মীরা। তাঁদের মতে, কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান প্রতিটি বুথে থাকায় রাজনৈতিক দলগুলির কর্মীরা গাজোয়ারি করার সাহস ততটা দেখাবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Panchayat Election 2023: প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান, স্বস্তিতে ভোট কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল