Bengal Panchayat Election 2023: শেষ বেলায় সুন্দরবনে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
West Bengal Panchayat Election 2023 : রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার মাত্র কয়েক ঘণ্টা আগে সুন্দরবনের শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
উত্তর ২৪ পরগনা: খুন-জখম, মারামারি, বোমাবাজির আতঙ্ক পেরিয়ে ভোটটা যাতে মানুষ শান্তিপূর্ণভাবে দিতে পারে তার জন্য অবশেষে সুন্দরবন এলাকায় শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন সুন্দরবনের সীমান্ত এলাকায় ভোটারদের আশ্বস্ত করতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রের আধা সামরিক বাহিনীকে দেখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে প্রত্যন্ত এলাকার মানুষগুলোর মনে।
পঞ্চায়েত ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চ নিয়ে অনেক প্রশ্ন আছে। বিরোধীদের একাংশের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে যদি আরও আগে নামানো যেত তবে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হানাহানি কিছুটা হলেও কমত। তবু ভোটের আগের দিন সুন্দরবনের বাসন্তী হাইওয়ে ধরে হিঙ্গলগঞ্জ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোয় তাঁরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এদিন দুপুরের পর হিঙ্গলগঞ্জ ও লেবুখালি রোডে জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: এক নজরে বাঁকুড়ার পঞ্চায়েত ভোটের ছবি
অতি স্পর্শকতর জায়গায় বিশেষ নজর দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়েছেন নির্বাচন কমিশন। এই এলাকায় মূলত বিএসএফ জওয়ানরা এসে পৌঁছেছেন। পথ চলতি সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি গ্রামবাসীদেরও শনিবার নির্ভয়ে ভোট দিতে যাওয়ার কথা বলেন বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী নামায় কিছুটা হলেও স্বস্তিতে সুন্দরবনের মানুষ।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 5:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bengal Panchayat Election 2023: শেষ বেলায় সুন্দরবনে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ