TRENDING:

Nadia News: সকালে মাছ বিক্রি, রাতে টোটো চুরি! পুলিশের জালে 'ধুরন্ধর' চোর

Last Updated:

আসল পেশা রাতের অন্ধকারে টোটো চুরি! কিন্তু তার জন্যই বেছে নিতে হয়েছিল সকালের মাছ বিক্রির কাজ। তবে শেষ রক্ষা হল না। পুলিশের ফাঁদে পা দিয়ে ধরা পড়ল টোটো চোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সকলের মাছ বিক্রেতা রাতে ভোল বদলে হয়ে যেত টোটো চোর! এই ভাবেই বেশ জমে উঠেছিল তার পসার। যদিও শেষ রক্ষা হল না। মাছ বিক্রেতা সেজে টোটো চুরির অভিযোগে গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার গাংনাপুর এলাকার ঘটনা।
advertisement

বর্তমানে প্যাডেল রিক্সা প্রায় বিলুপ্তির পথে। বদলে এখন টোটোর রমরমা। কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল, রানাঘাট ও পার্শ্ববর্তী এলাকায় রাতের অন্ধকারে টোটো চুরি বেড়ে গিয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পরার পরই তদন্ত শুরু হয়।

গত ১৬ জানুয়ারি একটি চোরাই টোটো উদ্ধার করে গাংনাপুর থানার পুলিশ। সোমবার রাতে ওই চোরাই টোটোর সূত্র ধরে গোবিন্দ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি গাংনাপুর থানার সেজদিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, জেরায় ওই ব্যক্তি স্বীকার করেছে সে বহুদিন ধরেই চোরাই টোটোর কারবারের সঙ্গে যুক্ত।

advertisement

আরও পড়ুন: বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-র ভিড় সামলাতে সেজে উঠেছে বিভিন্ন পার্ক

View More

তবে এখানেই শেষ নয়, রয়েছে এক বড় চমক। যা সিনেমাকেও হার মানাতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে গোবিন্দ মণ্ডল জানায়, সে পেশায় মাছ বিক্রেতা। রোজ সকালে সাইকেলে করে রানাঘাটের বিভিন্ন এলাকায় মাছ বিক্রি করে। আর এই কারবারের সুযোগেই দেখে নিত কোথায় টোটো আছে এবং রাতের অন্ধকারে চুরি করা সম্ভব! তারপর রাতের অন্ধকার নামলে শুরু হত তার 'অপারেশন'।

advertisement

গোবিন্দ মণ্ডলকে গ্রেফতার করে তার থেকে গাংনাপুর থানার পুলিশ ৭ টি টোটো উদ্ধার করেছে। এই টোটো চুরি চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তার সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সকালে মাছ বিক্রি, রাতে টোটো চুরি! পুলিশের জালে 'ধুরন্ধর' চোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল