Saraswati Puja: বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-র ভিড় সামলাতে সেজে উঠেছে বিভিন্ন পার্ক

Last Updated:

সরস্বতী পুজো মানেই অনেকের কাছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। এই দিন নিজের মনের মানুষের সঙ্গে অনেকেই আশেপাশের পার্কে ঘুরতে যান। আর সেই দিকে লক্ষ্য রেখেই সম্পূর্ণ সেজে উঠেছে গোঘাটের গড় মান্দারণ পার্ক

+
title=

হুগলি: সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই দিন অল্প বয়সী ছেলেমেয়েরা নিজের পছন্দের মানুষের সঙ্গে কাছের নানান জায়গায় ঘুরতে যায়। আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-র সেই ভিড় সামাল দিতে প্রস্তুত হুগলির গোঘাটের গড় মান্দারণ পার্ক।
বৃহস্পতিবার সকাল থেকে‌ই বাগদেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। অঞ্জলীর পর দুপুরে সরস্বতী পুজোর ভোগ খেয়েই ছেলেমেয়েরা বেরিয়ে পড়বে।দুপুরের দিক থেকে পার্কগুলো অল্পবয়সী ছেলেমেয়েদের ভিড়ে ভরে উঠবে। তবে সেই সময় যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে গড় মান্দারণ পার্ক।
এই বিষয়ে পার্কের এক সুপারভাইজার বলেন, "সরস্বতী পুজোয় ছেলেমেয়েদের ব্যাপক ভিড় হয়। পার্কের মধ্যে বিভিন্ন ফুল গাছ আছে। এদিকে সবাইকে যাতে বসার ঠিকঠাক জায়গা দিতে পারা যায় তার জন্য সুব্যবস্থা থাকছে।" ওই সুপারভাইজার জানান, প্রতিবছর সরস্বতী পুজোয় গড় মান্দারণ পার্কে ১৪ থেকে ১৫ হাজার টিকিট বিক্রি হয়। এই বছর ছেলেমেয়েদের ভিড় আরও বাড়তে পারে বলে তাঁর আশা। পার্ক নতুন করে সাজিয়ে তোলায় তা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। বুধবার জোর কদমে পার্কের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলে।
advertisement
advertisement
এই বিষয়ে এক স্কুল ছাত্র জানায়, সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই দিন প্রত্যেকেই তার ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যায়, বিশেষ সময় কাটায়। সরস্বতী পুজোর জন্য এক বছর ধরে সকলে অপেক্ষা করে থাকে এবং পুজোর দিন খুব আনন্দে কাটায়।
advertisement
স্থানীয় এক বিক্রেতা জানান, সরস্বতী পুজোয় পার্কে প্রচণ্ড ভিড় হয়। দূর দূরান্ত থেকে বহু ছেলেমেয়েরা আসে। যার ফলে বেচা কেনাও খুব ভাল হয়।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Puja: বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-র ভিড় সামলাতে সেজে উঠেছে বিভিন্ন পার্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement