Purulia News: সরস্বতী পুজোর দিন বিশ্বকর্মার আরাধনা! পুরুলিয়ার সূত্রধর সমাজের শতাব্দী প্রাচীন রীতি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
সরস্বতী পুজোর দিন এখানে হচ্ছে অকাল অকাল বিশ্বকর্মা পুজো! পুরুলিয়ার সূত্রধর সমাজের এই অন্যরকম রীতির পিছনে আছে এক অন্য কাহিনী
পুরুলিয়া: আজ সরস্বতী পুজো। প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। কিন্তু এই দিনই এক অন্য ছবি দেখা গেল পুরুলিয়ায়। বাগদেবীর আরাধনা ফেলে বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে উঠেছে পুরুলিয়া শহরে নামোপাড়া!
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। ঠিক এই দিনই এক অভিনব দৃশ্য দেখা যাচ্ছে পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায়। এখানে প্রায় ৪৫০ থেকে ৫০০ সূত্রধর পরিবারের বাস। আর এই সূত্রধর সমিতির সদস্যরা মিলেই দীর্ঘ ১৩৬ বছর ধরে সরস্বতী পুজোর দিন আয়োজন করে আসছেন বিশ্বকর্মা পুজোর! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একাধারে যখন বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা পুরুলিয়া, অপরদিকে বিশ্বকর্মা দেবের আরাধনায় মাতবে সূত্রধর পরিবারগুলি। এই বিষয়ে সূত্রধর সমিতির এক সদস্য জানিয়েছেন, তাঁদের পূর্ব পুরুষদের সময় থেকে এই পুজো হয়ে আসছে। বছরের বিভিন্ন সময় তাঁরা কাজের জন্য ভিন রাজ্যে পড়ে থাকেন। শুধুমাত্র মাঘ মাসে সরস্বতী পুজোর সময়ই গ্রামের সবাই বাড়ি ফেরেন। তাই একজোট হয়ে তাঁদের পূর্ব-পুরুষেরা বিশ্বকর্মার মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় থেকেই সরস্বতী পুজোর দিন বিশ্বকর্মা পুজো হয়ে আসছে।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাড়াতে এই একটি মাত্র পুজো তাঁরা নিজেরা করে থাকেন। নাচ, গান সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে। সব মিলিয়ে এই সময় তিন-চারটে দিন ভীষণ আনন্দে কাটে। কচিকাঁচা থেকে বয়স্ক, সূত্রধর পরিবারের সকলেই আনন্দে মেতে ওঠেন। সূত্রধর সম্প্রদায়ের মানুষদের কাছে বিশ্বকর্মা দেব যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাঁদের কাজই হল কাঠ ও মাটি নিয়ে। তাই সকলে মিলে বিশ্বকর্মা পুজোর জন্য বছরের এই সময়টিকেই বেছে নেন।
advertisement
সরস্বতী পুজোর দিন পুরুলিয়ার এই বিশ্বকর্মা আরাধনা দেখতে দূর দুরন্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। এই অসময়ের বিশ্বকর্মা পুজো একটা আলাদা মাত্রা এনে দেয় পুরুলিয়া শহরে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 6:33 AM IST