Purulia News : শুধু পড়াশোনাই নয়, তাক লাগাবে  রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের বিভিন্ন প্রজেক্ট

Last Updated:

পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে দ্বিবার্ষিক এডুকেশন সেমিনার। এই সেমিনার চলবে তিন দিন ধরে।

+
title=

পুরুলিয়া: ধর্ম থেকে বিজ্ঞান একই মঞ্চে সব মিলেমিশে একাকার। এ যেন মিশনের এক নতুন রূপ। পঠন-পাঠনের মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রামকৃষ্ণ মিশনের ভূমিকা অপরিসীম। ‌পুরুলিয়া রামকৃষ্ণ মিশনও তার ব্যতিক্রম নয়। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে দ্বিবার্ষিক এডুকেশন সেমিনার। এই সেমিনার চলবে তিন দিন ধরে।
এই সেমিনারে ১৬ টি বিভাগে বিভিন্ন বিষয়ে প্রজেক্ট তৈরি করে সেগুলি প্রদর্শনী করা হয়েছে। শিক্ষামূলক বিষয়ের পাশাপাশি রয়েছে আধ্যাত্মিক বিষয়ের উপর বিভিন্ন প্রজেক্ট। আগামী ২১ শে জানুয়ারি এই এক্সিবিশনের ফলাফল ঘোষণা করা হবে এবং কৃত পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানোরুপানন্দ মহারাজ। এই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়াড়া। পাশাপাশি শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।
advertisement
advertisement
প্রায় সারা বছরই এই ধরনের বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষাদান করা হয় বলে জানিয়েছেন পড়ুয়ারা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। রামকৃষ্ণ মিশনের ছাত্রদের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন তারা। শিক্ষা ক্ষেত্রে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‌বহু কৃত ছাত্র এই মিশনের নাম উজ্জ্বল করেছে। পড়ুয়াদের পড়াশুনোর পাশাপাশি ‌বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে এহেন উদ্যোগ গ্রহণ করেছে মিশন কর্তৃপক্ষ।
advertisement
Sarmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : শুধু পড়াশোনাই নয়, তাক লাগাবে  রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের বিভিন্ন প্রজেক্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement