জানা যায় জুয়ার আসরে হানা দিয়ে আটজন জুয়াড়িকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম আলাউদ্দিন মন্ডল বয়স ২৪, অখিল মন্ডল বয়স ২৪, আমিনুর মন্ডল বয়স ৩৫, মইবুর মন্ডল বয়স ৩৬, আলফিকার মন্ডল ৩৪, লাবলু মন্ডল বয়স ২৩, রাইসুদ্দিন মন্ডল বয়স ২৭, আজিবুর বিশ্বাস বয়স ২৯। এছাড়াও জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে ৬৭৪০ টাকা বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুনঃ জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ নদিয়ার বিএসএফ জওয়ান
ধৃতদের গ্রেফতার করে শনিবার রানাঘাট আদালতে পাঠিয়েছে গাংনাপুর থানার পুলিশ। প্রসঙ্গত, দিনের পর দিন লাগাম ছাড়া অনুপাতে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলার প্রবণতা। জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উঠে আসছে জুয়ার আসরের। জেলার একাধিক থানায় অভিযোগ আসছে জুয়া খেলার আসরে। তবে পুলিশ প্রশাসনও রয়েছে অতি তৎপর। জুয়ার আসরের খবর পেয়েই সেই আসনে গিয়ে হানা দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং হাতেনাতে পাকড়াও করছে জুয়ারীদের। এর ফলে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জুয়া খেলার প্রবণতা।
Mainak Debnath