Nadia News: জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ নদিয়ার বিএসএফ জওয়ান

Last Updated:

জম্মুতে ডিউটিতে থাকা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শহীদ হলেন এক বিএসএফ জওয়ান। সূত্রের খবর শহীদ বিএসএফের নাম সন্দীপ বিশ্বাস, পিতা দীনবন্ধু বিশ্বাস, বয়স ত্রিশ বছর। নদিয়ার কৃষ্ণনগরের ভীমপুর থানার অন্তর্গত পলদা মুরাগাছা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

+
title=

#ভীমপুর : জম্মুতে ডিউটিতে থাকা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শহীদ হলেন এক বিএসএফ জওয়ান। সূত্রের খবর শহীদ বিএসএফের নাম সন্দীপ বিশ্বাস, পিতা দীনবন্ধু বিশ্বাস, বয়স ত্রিশ বছর। নদিয়ার কৃষ্ণনগরের ভীমপুর থানার অন্তর্গত পলদা মুরাগাছা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। প্রশাসন সূত্রে খবর শহীদ সন্দীপ বিশ্বাস ডিউটিরত অবস্থায় কাঁটাতারের পাশে যে বিদ্যুৎ দেওয়া থাকে তাতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। গত ১৮/১০ ২০২২ তারিখ তার সাথে শেষ কথা বলে পরিবারের লোকজন। শুক্রবার সকালে তার দেহ কফিনবন্দী হয়ে এসে পৌঁছায় তার নিজের বাড়িতে।
বাড়িতে শহীদ জওয়ানের দেহ ফেরাতেই গোটা পাড়া তাকে শ্রদ্ধা জানাতে আসে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। এমন জলজ্যান্ত ছেলেটির আকস্মিক প্রয়াণে কিছুতেই মেনে নিতে পারছে না শহীদের পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত জওয়ানের কফিন বন্দি দেহ আসার আগে স্থানীয় বাসিন্দারা রাস্তায় সন্দীপর নাম ফুল দিয়ে লিখে তাকে অভ্যর্থনা জানায়।
advertisement
আরও পড়ুনঃ নদিয়ার ধুবুলিয়ায় আগুন লেগে পরপর পাঁচটি বাড়ি ভষ্মীভূত
এছাড়াও কফিন বন্দী দেহতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, স্থানীয় বাসিন্দারা এবং সেনাবাহিনীর আধিকারিকেরাও। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই নদিয়া জেলার নিবাসী সেনাবাহিনীতে নিযুক্ত থাকা এক সেনা জওয়ান কর্তব্যরত অবস্থায় মারা যায়। সেই খবর শোনা মাত্রই গোটা এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। সেই রেশ কাটতে লাগতেই আবারও কর্তব্যরত অবস্থায় শহীদ হতে হল নদিয়া জেলার নিবাসী আরও এক জওয়ানকে।
advertisement
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ নদিয়ার বিএসএফ জওয়ান
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement