সাধারণত গাজনের পরের দিন করা হয় নীলের পুজো। সকাল থেকেই অসংখ্য ভক্তরা উপবাস করে নীলের পুজো দিতে গেলেন বিভিন্ন শিব মন্দিরে। তপ্ত গরমে ভক্তদের পুজো দেওয়ার লাইন চোখে পড়ার মতো।
আরও পড়ুন: শিলিগুড়ির রোজগার মেলায় বড় খবর! চাকরি পেলেন ২৫৬ জন যুবক-যুবতী
আরও পড়ুন: তলিয়ে গিয়েছেন কতজন! তাও বিপজ্জনক ঘাটেই স্নান পুণ্যার্থীদের, সুরক্ষা নিয়ে প্রশ্ন!
advertisement
এক ভক্তের কথা অনুযায়ী, গর্জন করে এই পূজা করা হয় বলেই এর নাম গাজন। আর গাজনের পরের দিনই করা হয় নীলের পুজো। শিবের অপর নাম নীলকন্ঠ, সেই থেকেই করা হয় নীলের পুজো। মায়েরা তাঁদের সন্তানদের দীর্ঘায়ু কামনার জন্য করে থাকেন এই পুজো। এছাড়াও অনেকে মনে করেন এই সময় হর পার্বতীর বিবাহ হয়েছিল। তবে তপ্ত গরমেও নীলের পূজো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বেশ নজরকাড়া।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 14, 2023 12:31 AM IST





