Siliguri News: শিলিগুড়ির রোজগার মেলায় বড় খবর! চাকরি পেলেন ২৫৬ জন যুবক-যুবতী
- Published by:Teesta Barman
Last Updated:
Siliguri News: এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় রোজগার মেলায় ৭১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শিলিগুড়ি: যুবরাই দেশের ভবিষ্যৎ। তা বাস্তবায়িত করতে ২০২২ সাল থেকে কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে ‘রোজগার মেলা’। কেন্দ্রের বিভিন্ন বিভাগে সরাসরি চাকরি পাইয়ে দিতেই এই মেলার আয়োজন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এরাজ্যেও রোজগার মেলার আয়োজন করা হয়। এদিন এনজেপি ভিআইপি গেস্ট হাউসে এই মেলার আয়োজন করা হয়।
কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জয়ন্ত রায়-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে এদিন শিলিগুড়িতে ২৫৬ জন যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!
advertisement
এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় রোজগার মেলায় ৭১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপগুলি দেশে ৪০ লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি তৈরি করেছে। যুবসমাজকে আরও উন্নত করতে এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতি সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই প্রতিফলিত হল রাষ্ট্রীয় রোজগার মেলায়৷
advertisement
বৃহস্পতিবার নরেন্দ্র মোদি দাবি করেন, গত কয়েক বছরে নতুন নতুন ক্ষেত্রে চাকরি নিয়ে উৎসাহ বেড়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, স্টার্ট-আপের মাধ্যমে ৪০ লাখ প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। সেইসঙ্গে ড্রোন শিল্পের বহরও বাড়ছে বলে দাবি করেন মোদি। ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির (বন্দে ভারত এক্সপ্রেস তৈরি, মোবাইল ফোন তৈরি, প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানি, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের বিষয় তুলে ধরেন মোদি) ‘সাফল্যের’ উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রতিরক্ষা, কৃষি, পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে ড্রোনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তার ফলে প্রচুর যুবক-যুবতী ড্রোন ক্ষেত্রের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ভারতে প্রচুর স্টেডিয়াম তৈরি হওয়ায় সেখানেও কাজের সুযোগ মিলছে বলে জানান মোদি।
advertisement
এদিন নিশীথ প্রামাণিক দাবি করেন, ‘‘রাজ্যে বর্তমানে সরকারি-বেসরকারি বিভাগে কোনও কর্মসংস্থান নেই। রাজ্যে শিল্প মুখ থুবড়ে পড়েছে। শুধু মাত্র চুরি, লুঠপাটের রাজত্ব চলছে। রাজ্যের উচিত, বেকার যুবক যুবতীদের স্বার্থে কেন্দ্রের মতো এমন কর্মকাণ্ডের ভাবনা নিয়ে যুবকদের চাকরি দিয়ে স্বনির্ভর করে তোলা।’’ তিনি আরও বলেন, শিলিগুড়িতে ২৫৬ জন যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যার মধ্যে ২২০ জন রেল দফতরে চাকরি পেয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 10:22 PM IST