Nadia News: তলিয়ে গিয়েছেন কতজন! তাও বিপজ্জনক ঘাটেই স্নান পুণ্যার্থীদের, সুরক্ষা নিয়ে প্রশ্ন!
- Published by:Teesta Barman
Last Updated:
Nadia News: গত বছর নীল পুজোর দিন জলে নেমে এক যুবক তলিয়ে যান, একই দিনে তার পাশের স্টিমার ঘাটেও তলিয়ে যান আরও দুই যুবক।
শান্তিপুর: রাত পোহালেই পয়লা বৈশাখ। স্নানঘাটগুলি এখনও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। শান্তিপুর বড়বাজার ঘাটে হাজার হাজার পূণ্যার্থীরা স্নান করতে আসেন। কিন্তু স্নানের ঘাটটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে রয়েছে। গত বছর নীল পুজোর দিন জলে নেমে এক যুবক তলিয়ে যান, একই দিনে তার পাশের স্টিমার ঘাটেও তলিয়ে যান আরও দুই যুবক।
যদিও তার পরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে স্নান ঘাটে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। কিন্তু এ বছর দেখা যাচ্ছে, স্নান ঘাটগুলির অবস্থা খুবই খারাপ। পৌরসভার পক্ষ থেকে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!
স্থানীয়দের দাবি, অবিলম্বে বিপজ্জনক জায়গাগুলিকে চিহ্নিত করে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হোক। না হলে আগামী বিভিন্ন পুজো ও পয়লা বৈশাখের দিন যে হাজার হাজার মানুষের ভিড় হয়, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে বিপজ্জনক জায়গাগুলিতে শুধুমাত্র পোতা হয়েছে বাঁশের খুঁটি। তাতে করে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব? প্রশ্ন তুলছেন স্নান ঘাটগুলিতে স্নান করতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয়রা।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 10:57 PM IST