রামপুর গ্রামের এই সেতু মেরামতির জন্য যে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা থেকে মাত্র ১০-১২ হাজার টাকার কাজ হয়েছে বলে গ্রামবাসীদের দাবি। সেতু মেরামতের নামে নিম্নমানের বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও উঠছে। ফলে ভাঙা সেতু আগের মতই নড়বড়ে থেকে গিয়েছে বলে দাবি।
আরও পড়ুন: অনুর্বর জমিতে চাষের জন্য বসল সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প
advertisement
এই পরিস্থিতিতে পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, সকলেরই যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, এই সেতুকে এমনভাবে মেরামত করতে হবে যাতে তার ওপর দিয়ে বাইক পর্যন্ত ভালোভাবে চলাচল করতে পারে।
এই অভিযোগের বিষয়ে ভীমপুর পঞ্চায়েতের প্রধান আত্রেয়ী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সেতু মেরামতির সময় ঘটনাস্থলে গ্রামের মানুষ উপস্থিত ছিল। যা হয়েছে তাঁদের সামনেই হয়েছে। তখন তাঁরা আপত্তি করেননি, কিন্তু হঠাৎ এখন কেন এমন মন্তব্য করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মৈনাক দেবনাথ