TRENDING:

Nadia News: ভাঙা বাঁশের সেতু মেরামতের পরও নড়বড় করছে! কাজের টাকা নয়ছয় করার অভিযোগ

Last Updated:

এই সেতু মেরামতির জন্য যে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা থেকে মাত্র ১০-১২ হাজার টাকার কাজ হয়েছে বলে গ্রামবাসীদের দাবি। সেতু মেরামতের নামে নিম্নমানের বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও উঠছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বাঁশের সেতু ভেঙে গিয়েছে। তার উপর দিয়েই বিপজ্জনকভাবে চলছে পারাপার। তবে সেতুটি মেরামতির জন্যে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু সে কাজ এখনও হয়নি বলে অভিযোগ। ফলে প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে কৃষ্ণনগর-১ ব্লকের ভীমপুর পঞ্চায়েতের রামপুর গ্রামের মানুষকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা আঙুল তুলেছেন পঞ্চায়েতের প্রধান আয়েত্রী বিশ্বাসের দিকে।
advertisement

রামপুর গ্রামের এই সেতু মেরামতির জন্য যে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা থেকে মাত্র ১০-১২ হাজার টাকার কাজ হয়েছে বলে গ্রামবাসীদের দাবি। সেতু মেরামতের নামে নিম্নমানের বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও উঠছে। ফলে ভাঙা সেতু আগের মতই নড়বড়ে থেকে গিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: অনুর্বর জমিতে চাষের জন্য বসল সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প

advertisement

এই পরিস্থিতিতে পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, সকলেরই যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, এই সেতুকে এমনভাবে মেরামত করতে হবে যাতে তার ওপর দিয়ে বাইক পর্যন্ত ভালোভাবে চলাচল করতে পারে।

View More

এই অভিযোগের বিষয়ে ভীমপুর পঞ্চায়েতের প্রধান আত্রেয়ী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সেতু মেরামতির সময় ঘটনাস্থলে গ্রামের মানুষ উপস্থিত ছিল। যা হয়েছে তাঁদের সামনেই হয়েছে। তখন তাঁরা আপত্তি করেননি, কিন্তু হঠাৎ এখন কেন এমন মন্তব্য করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভাঙা বাঁশের সেতু মেরামতের পরও নড়বড় করছে! কাজের টাকা নয়ছয় করার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল