West Bardhaman News: অনুর্বর জমিতে চাষের জন্য বসল সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এখানে প্রচুর ফাঁকা জমি পড়ে আছে। এর মধ্যে কিছু জমিতে কৃষি দফতরের উদ্যোগে বিভিন্ন রকম সবজি চাষ হয়। তবে এখানকার জমি মূলত অনুর্বর। তাছাড়া সেচের অভাবে সারা বছর প্রায় ফাঁকাই পড়ে থাকে। এতদিন সেরকম চাষাবাদ হত না। শুধুমাত্র বর্ষার সময় কিছুটা চাষাবাদ করেন এখানকার আদিবাসীরা
পশ্চিম বর্ধমান: কৃষকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। জলসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় বসানো হল সাবমারসিবল পাম্প। কাঁকসার ফারকি ডাঙা এলাকায় ৪২ টি সাবমারসিবল পাম্প বসানো হয়েছে। সৌর বিদ্যুতে চলবে এই সাবমারসিবল পাম্পগুলি। এর ফলে ফারকি ডাঙার অনুর্বর জমিতেও এবার ফলবে ফসল। চাষ হবে সরষে, সবজি, গমের।
ফারকি ডাঙা দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত। এখানকার বিধায়ক প্রদীপ মজুমদার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এই এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এখানে প্রচুর ফাঁকা জমি পড়ে আছে। এর মধ্যে কিছু জমিতে কৃষি দফতরের উদ্যোগে বিভিন্ন রকম সবজি চাষ হয়। তবে এখানকার জমি মূলত অনুর্বর। তাছাড়া সেচের অভাবে সারা বছর প্রায় ফাঁকাই পড়ে থাকে। এতদিন সেরকম চাষাবাদ হত না। শুধুমাত্র বর্ষার সময় কিছুটা চাষাবাদ করেন এখানকার আদিবাসীরা। এই পরিস্থিতি বদলের আবেদন জানিয়েছিলেন তাঁরা। আর তাতেই কাজ হল ম্যাজিকের মত।
advertisement
আরও পড়ুন: আসানসোলে আয়োজিত হল সঙ্গীত সম্মেলন
advertisement
ফারকি ডাঙায় ৪২ টি সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প বসায় জমিতে জল সেচের সমস্যা প্রায় মিটে গেছে। অনুর্বর জমির কারণে ধান চাষ করা না গেলেও কৃষকরা চুটিয়ে মরশুমি সবজি চাষ করতে পারবেন। তাছাড়া গম, সর্ষে, আলু ইত্যাদি চাষ করা যাবে। সামনেই আছে কৃষক বাজার। ফলে উৎপন্ন ফসল বিক্রি করার বিষয়েও ভাবতে হবে না কৃষকদের। সব মিলিয়ে গোটা ঘটনায় খুশি এই এলাকায় বসবাসরত আদিবাসীরা।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: অনুর্বর জমিতে চাষের জন্য বসল সৌর বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প