গুলির বিকট শব্দে ঘুম ভেঙে যায় ওই নির্দল প্রার্থীর পরিবারের। গেটের ভেতরে একটি গুলির খোল উদ্ধার হয়। দুষ্কৃতীদের চালানো গুলি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এলাকাবাসীদের দাবি, শাসকদলের চক্ষুশূল হয়েছেন ওই নির্দল প্রার্থীর জয়ী হয়ে। আর সেই জন্যই ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সন্ত্রাস চলছে প্রতিদিন।
আরও পড়ুনঃ নিজের বুথেই জেতেনি দল, এ বারে ভাঙড় নিয়ে বিস্ফোরক আরাবুল ইসলাম, তোলপাড়
advertisement
জয়ী তাপসী আঢ্যর ভাসুর কার্তিক আঢ্য জানান, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন, এমনকি তাঁর বাবা ৯৮ সাল থেকে তৃণমূলের বুথ সভাপতি। বিজেপির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে তৃণমূল টিকিট দেওয়ায় তারা নির্দলের প্রার্থী হন এবং জয় লাভ করেন। যদিও এখনও পর্যন্ত তৃণমূলেই তাদের ভরসা। কিন্তু স্থানীয় কিছু নেতৃত্ব পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে।
এ দিন গুলি চলার তদন্ত না করে পুলিশ জয়ী প্রার্থীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চাইলে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। তাদের দাবি, গণতান্ত্রিক অধিকারের তারা ভোটে দাঁড়িয়েছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহায়তায় জয়লাভ করেছেন। এখানে কোনও অন্যায় নেই। বরং প্রকাশ্যে বন্দুক হাতে যে গুলি চালাল সে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার যথার্থ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
Mainak Debnath