Arabul Islam: নিজের বুথেই জেতেনি দল, এ বারে ভাঙড় নিয়ে বিস্ফোরক আরাবুল ইসলাম, তোলপাড়

Last Updated:

Arabul Islam: ভাঙড়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে আমি তাকে সমর্থন করব, এমনই দাবি জানাল ভাঙড় বিধানসভার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।

+
আরাবুল

আরাবুল ইসলাম।

ভাঙড়: ‘ভাঙড়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে আমি তাকে সমর্থন করব’, এমনই দাবি জানাল ভাঙড় বিধানসভার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। নিজের বুথে নিজের দল তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারেনি আরাবুল। কার্যত ভাঙড়ের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে দাপুটে এই তৃণমূল নেতা।
পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড় বিধানসভার তৃণমূলের অবজারভার হিসাবে দায়িত্ব পান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। সেই শওকত মোল্লার কাছে এ বার দলের ভালর জন্য ভাঙড়ের দায়িত্ব দিয়ে থেকে সরে যেতে চাইছেন দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিতে ভিজল না চিঁড়ে? ঘুরে গেল মতুয়া ভোট! নিজের ঘরেই চূড়ান্ত হার শান্তনু ঠাকুরের
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় দু’নম্বর ব্লকের হাতিশালায় একটি মিটিং হয়। সেই মিটিংয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এমনই প্রস্তাব রাখেন আরাবুল ইসলাম।
advertisement
advertisement
আরাবুল বলেন, “গণনা কেন্দ্রের মধ্যে সমর্থকদের যে সন্ত্রাস,  সেই সন্ত্রাস চোখের সামনে দেখেছি। আইএসএফ কর্মী সমর্থকদের একটাই উদ্দেশ্য ছিল আরাবুলকে খুন করা। কীভাবে সেই সন্ত্রাসের হাত থেকে শওকত মোল্লা বাঁচিয়েছে আমাদের, আমি নিজে জানি। আমি চাই ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লা নিক। ভাঙড়ের মানুষ এমন সন্ত্রাস দেখেননি। ভাঙড়ের মানুষ শান্তি প্রিয়।ভাঙড়ের শান্তি ফিরে আসুক।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Arabul Islam: নিজের বুথেই জেতেনি দল, এ বারে ভাঙড় নিয়ে বিস্ফোরক আরাবুল ইসলাম, তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement