এছাড়াও প্রচার অভিযান চলাকালীন এলাকার সাধারণ মানুষজনদের সঙ্গে জনসংযোগের মধ্যে দিয়ে সৌজন্যতা বিনিময় করেন তিনি। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরিকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর সহ নবদ্বীপ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
advertisement
আরও পড়ুন- এই ব্রিজের কোণায় কোণায় লুকিয়ে বিপদ! সাহস ছাড়া সম্ভব নয় এপার-ওপার, কোথায় আছে জানেন?
আরও পড়ুন- একাধিক দফায় পঞ্চায়েত ভোট চাই! আর্জি জানিয়ে হাইকোর্টে অধীররঞ্জন চৌধুরী
প্রচার পর্ব সেরে এই দিন দুপুরে স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সারস্বত গৌড়ীয় মঠে বিগ্রহ দর্শন সেরে সেখানেই মহাপ্রসাদ গ্রহণ করেন অদিতি মুন্সি। এরপর নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট বাস স্ট্যান্ড এলাকায় একটি দলীয় পথসভায় যোগদান করেন তৃণমূল বিধায়ক। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযানে এসে পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয়লাভ প্রসঙ্গে অদিতি মুন্সি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভাল রাখার জন্য কাজ করেছেন। মানুষ যাতে ভাল থাকে, শান্তিতে থাকে, সেটাই চাই। কাজেই তৃণমূল কংগ্রেস এখানে ভাল ফল করবে বলে আমি আশাবাদী।’ এদিন তারকা বিধায়ককে দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমায় এলাকাবাসীরা।
Mainak Debnath