Durgapur News: এই ব্রিজের কোণায় কোণায় লুকিয়ে বিপদ! সাহস ছাড়া সম্ভব নয় এপার-ওপার, কোথায় আছে জানেন?

Last Updated:

Durgapur News: সেফটি জ্যাকেট এবং হেলমেট ব্যবহার না করে এই ব্রীজে ওঠা হতে পারে যথেষ্ট বিপদ।

+
কুমারমঙ্গলম

কুমারমঙ্গলম পার্কের সাসপেনশন ব্রিজ।

দুর্গাপুর : সাহসী পর্যটকদের জন্য নতুন উপহার এনে দিয়েছে শহর দুর্গাপুর। ইস্পাতের শহরে অ্যাডভেঞ্চারের ঠিকানা। উঠে পড়ুন ঝুলন্ত ব্রীজে। মনে সাহস থাকলে তবেই ব্রীজের এপার থেকে ওপার করতে পারবেন। এই ব্রিজ পার হতে গেলে সাহসের সঙ্গে দরকার বুদ্ধিও। যদিও আপনাকে গাইড করার জন্য অবশ্যই একজন থাকবেন। কিন্তু সেফটি জ্যাকেট এবং হেলমেট ব্যবহার না করে এই ব্রিজে উঠলে হতে পারে যথেষ্ট বিপদ।
আসলে শহর দুর্গাপুরে হাজির হয়েছে অ্যাডভেঞ্চার রাইড। শহরের অন্যতম পরিচিত এবং প্রাচীন কুমারমঙ্গলম পার্কে অ্যাডভেঞ্চারের নানা ঠিকানা নিয়ে এসেছে একটি সংস্থা। সেখানেই রয়েছে সাসপেনশন ব্রীজ। যেটি আসলে দুটি ঝুলন্ত তারের সাহায্যে তৈরি করা একটি ব্রীজ।বড় জলাশয় এর এপার থেকে ওপার পর্যন্ত ব্রীজের বিস্তৃতি। সাধারণত আমরা যে সমস্ত সাঁকো বা ব্রীজ দেখি, তার থেকে এই সাসপেনশন ব্রীজ অনেকটাই আলাদা। এটা আপনার চলার সময় এদিক ওদিক দুলতে থাকবে। আবার ব্রীজ পার হওয়ার জন্য কসরতও তো করতে হবে আপনাকে। প্রত্যেক দিনই আপনি এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে পারবেন।
advertisement
advertisement
দুর্গাপুর সিটি সেন্টার থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত কুমারমঙ্গলম পার্ক। সেখানে এন্ট্রি টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। তবে সেই টিকিটের মধ্যে আপনি এই অ্যাডভেঞ্চার রাইড নিতে পারবেন না। সাসপেনশন ব্রীজে উঠতে গেলে আপনাকে ৬০ টাকা দিয়ে আলাদা করে একটি টিকিট কাটতে হবে। যারা এই অ্যাডভেঞ্চার রাইড দেখভালের দায়িত্বে রয়েছেন, তারা আপনাকে সেফটি জ্যাকেট এবং হেলমেট ব্যবহার করতে দেবেন। একই সঙ্গে আপনাকে সাহায্য করার জন্য সংস্থার একজন বরাদ্দ থাকবেন। সপ্তাহে প্রতিদিন সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই অ্যাডভেঞ্চার রাইড এর মজা নিতে পারবেন। তাই আর দেরি না করে আপনি যদি সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন, তাহলে ঘুরে আসুন এই জায়গা থেকে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: এই ব্রিজের কোণায় কোণায় লুকিয়ে বিপদ! সাহস ছাড়া সম্ভব নয় এপার-ওপার, কোথায় আছে জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement