নদিয়া জেলা একাধিক জায়গায় বিভিন্ন মিষ্টির জন্য বিখ্যাত। তবে ভাইফোঁটার বেশ কয়েকদিন আগে থেকেই জেলার প্রায় প্রত্যেকটি দোকানেই হরেক রকমের মিষ্টি বানানোর প্রস্তুতি লেগে থাকে। ঠিক তেমনই চিত্র দেখা গেল নদিয়ার মাজদিয়ার একাধিক মিষ্টির দোকানে। প্রায় ১০০ রকমের বেশি মিষ্টি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গিয়েছে বেশিরভাগ মিষ্টির দোকানেই। ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা দামের মিষ্টি পর্যন্ত রয়েছে দোকানগুলিতে বলে জানান দোকানের মালিকেরা। ভাইফোঁটার দিন মিষ্টির দোকানগুলিতে অতিরিক্ত ভিড়ের জন্য আগেভাগেই খরিদ্দাররা এসে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুন অনলাইনে মিষ্টি কিনছিলেন মহিলা, হঠাৎ অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা
বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে দোকানগুলিতে। আম সন্দেশ, বিভিন্ন ফলের সন্দেশ, কাঁঠাল মিষ্টি, এছাড়াও রয়েছে মিহিদানা, বোদে, সীতাভোগ, রসগোল্লা, পান্তুয়া, ইত্যাদি একাধিক বিখ্যাত মিষ্টি। নতুনত্ব কিছু আইটেমও রয়েছে এই তালিকায়। চকোলেট মিষ্টি থেকে শুরু করে কাঁঠালের মিষ্টি, আমসত্ত্বর বরফি ইত্যাদি একাধিক মিষ্টি কিনতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
Mainak Debnath