TRENDING:

Nadia News: আম, কাঁঠাল, আমসত্ত্বের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইয়ের প্লেট! ভাইফোঁটার স্পেশ্যাল মিষ্টি

Last Updated:

চকোলেট মিষ্টি থেকে শুরু করে কাঁঠালের মিষ্টি, আমসত্ত্বর বরফি ইত্যাদি একাধিক মিষ্টি কিনতে ইতিমধ্যেই ভিড় নদিয়ার দোকানগুলিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাজদিয়া: ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আলোর উৎসব দীপাবলি। দীপাবলি যেতে না যেতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার ধুম। গোটা দেশ জুড়ে সমস্ত বোনেরা তাদের ভাইদের দেবেন ফোঁটা। ভাইদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরা এই দিন ভাইদের ফোঁটা দেন। এই রীতিই চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে। তবে ভাইফোঁটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে মিষ্টি। ভাই ফোঁটা দেওয়ার পরে ভাইদের মিষ্টি খাওয়ানোর প্রচলনও প্রথম থেকেই হয়ে আসছে। সেই কারণে ভাইফোঁটা উপলক্ষ্যে ইতিমধ্যে মিষ্টির দোকানগুলির প্রস্তুতি চলছে জোরকদমে।
advertisement

আরও পড়ুন Train route change: লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল,ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হল

নদিয়া জেলা একাধিক জায়গায় বিভিন্ন মিষ্টির জন্য বিখ্যাত। তবে ভাইফোঁটার বেশ কয়েকদিন আগে থেকেই জেলার প্রায় প্রত্যেকটি দোকানেই হরেক রকমের মিষ্টি বানানোর প্রস্তুতি লেগে থাকে। ঠিক তেমনই চিত্র দেখা গেল নদিয়ার মাজদিয়ার একাধিক মিষ্টির দোকানে। প্রায় ১০০ রকমের বেশি মিষ্টি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গিয়েছে বেশিরভাগ মিষ্টির দোকানেই। ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা দামের মিষ্টি পর্যন্ত রয়েছে দোকানগুলিতে বলে জানান দোকানের মালিকেরা। ভাইফোঁটার দিন মিষ্টির দোকানগুলিতে অতিরিক্ত ভিড়ের জন্য আগেভাগেই খরিদ্দাররা এসে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন অনলাইনে মিষ্টি কিনছিলেন মহিলা, হঠাৎ অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা

View More

বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে দোকানগুলিতে। আম সন্দেশ, বিভিন্ন ফলের সন্দেশ, কাঁঠাল মিষ্টি, এছাড়াও রয়েছে মিহিদানা, বোদে, সীতাভোগ, রসগোল্লা, পান্তুয়া, ইত্যাদি একাধিক বিখ্যাত মিষ্টি। নতুনত্ব কিছু আইটেমও রয়েছে এই তালিকায়। চকোলেট মিষ্টি থেকে শুরু করে কাঁঠালের মিষ্টি, আমসত্ত্বর বরফি ইত্যাদি একাধিক মিষ্টি কিনতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি,মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আম, কাঁঠাল, আমসত্ত্বের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইয়ের প্লেট! ভাইফোঁটার স্পেশ্যাল মিষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল